সোমবার, সেপ্টেম্বর ৯Dedicate To Right News
Shadow

আবারো কবির সুমনের কথা-সুরে গাইলেন আসিফ

Spread the love

মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নতুন গান প্রকাশ করলেন আসিফ আকবর। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ কবির সুমনের কথা ও সুরে ‘একুশে ফেব্রুয়ারির ডাক’ শিরোনামের গানটির ভিডিওচিত্র আজ ১৯ ফেব্রুয়ারি প্রকাশ হয়েছে। আর্ব এন্টারটেনমেন্ট এর প্রযোজনায় আসিফ নামের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করা হয়েছে। গানটির সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

এ প্রসঙ্গে কবির সুমন বলেন, “আমার জীবন সায়াহ্নে আসিফ আকবর আমায় আমার উপযুক্ত সম্মান দিয়ে আমার লেখা, সুর করা গান চেয়ে নিয়েছেন। মাঝে মাঝেই তাকে হোয়াটসঅ্যাপে ভয়েস নোটের মাধ্যমে জানিয়েছি কিরকম গায়কী আমার চাই। অ্যারেঞ্জমেন্ট এর আইডিয়াও দিয়েছি কয়েকবার।ইসফ গাইবেন বলেই গান লিখেছি, সুর করেছি আমি। তার মতো বড় গলায় উপযুক্ত উচ্চারণে ও সুরে-ছন্দে আধুনিক বাংলা গান এই উপমহাদেশে আর কেউ গাইতে পারেন বলে আমি মনে করি না।”

আসিফ আকবর বলেন, “কবির সুমনের মতো এত বড় মাপের সঙ্গীতজ্ঞ আমার জন্য গান তৈরি করছেন, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আমার গায়কীর প্রতি তার আস্থা দেখে গান করার আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। এবার একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তিনি যে গানটি আমার জন্য লিখে ও সুর করে পাঠিয়েছেন, বরাবরের মতোই যথাযথভাবে তা গাওয়ার চেষ্টা করেছি।”

উল্লেখ্য, কবির সুমনের কথা-সুরে এর আগে পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর।

গানের লিঙ্ক: https://youtu.be/luyDUCSVKHs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *