মিডিয়াতে চমক দেখাতে হাজির হচ্ছেন এই সময়ের উদীয়মান মডেল অভিনেতা এনএইচআর নাফিম। সুদর্শন সুঠাম দেহের অধিকারী এই মডেল অভিনেতা তার প্রথম কাজ শুরু করেন সাংবাদিক, গীতিকার ও পরিচালক লিপু খন্দকারের লেখা আকাশের সব তারা”র গানের মিউজিক ভিডিওর মডেল হয়ে। গানটি গেয়েছেন এসএ শাওন ও মৌ। গানটি আগামী ৩ রোজায় এএনএস বাংলা ইউটিউব এ রিলিজ হবে। এই গানে নাফিমের সাথে কো আটিস্ট হয়েছেন এসময়ে আলোচিত মডেল সারাকা।
গানটির ভিডিও হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। গানটি নিয়ে নাফিম আমাদের বলেন, এই গানটির মিউজিক ভিডিও দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। আমি ও আমার কো আটিস্ট অনেক ভালো কাজ করেছি আশা করি দর্শক শ্রোতাদের আমার অভিনীত এই মিউজিক ভিডিও অনেক ভালো লাগবে।
এছাড়াও নাফিম জানায়, ইতিমধ্যে লিপু খন্দকারের কয়েকটি ঈদের নাটকে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন যার শুটিং শুরু হবে আগামী ১২ এপ্রিল থেকে। আর ঈদের পর ২টি বিজ্ঞাপন করার প্রস্তাব এসেছে নাফিমের কাছে বলে জানা গেছে।