ইউল্যাব সংস্কৃতি সংসদ ক্লাবের আয়োজনে উদযাপিত হয়ে গেলো ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ১৪২৯’। শনিবার (২৫ জুন) ইউল্যাব রিসার্চ সেন্টার মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানটি ‘রবীন্দ্র পর্ব’ এবং ‘নজরুল পর্ব’ নামে দুইটি ভিন্ন ভাগে আয়োজন করা হয়। দুই পর্বের শেষে একক এবং দলীয় নৃত্যের ও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউল্যাব ক্লাবস এর পরিচালক মঈনাক কানুনগো এবং ইউল্যাব সংস্কৃতি সংসদ ক্লাবের উপদেষ্টা সাজেদুল আলম যোগ দেন। সংস্কৃতি সংসদ ক্লাবের প্রেসিডেন্ট শায়িকা ইসলাম নাবিলা রবীন্দ্র-নজরুলের পাশাপাশি পুরো বাংলার সংস্কৃতিকে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামের প্রতি উৎসর্গ করে ইউল্যাব সংস্কৃতি সংসদ। ইউল্যাবের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানটি উপভোগ করেন।