শনিবার, নভেম্বর ২Dedicate To Right News
Shadow

নাদিয়া ডোরার গানে বলিউডের শেফালী জারিওয়ালা

Spread the love

তাপসের কথা সুর ও সংগীতায়োজনে আজ ১৪ জুলাই প্রকাশিত হলো সংগীতশিল্পী নাদিয়া ডোরার একক গান ‘পীরিতির কারবার’। সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডসের ব্যানারে গানের ভিডিওতে মডেল হয়েছেন বলিউডের ‘কাঁটা লাগা’খ্যাত অভিনেত্রী শেফালী জারিওয়ালা। ক্যারিয়ারের দীর্ঘ বিরতির পর নতুন আত্মপ্রকাশেই টিএম রেকর্ডসের গানে সঙ্গী হলেন তিনি। ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ।

এ গানের মধ্য দিয়ে এই প্রথম মৌলিক গানে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন সময়ের ব্যাতিক্রমী কণ্ঠস্বর নাদিয়া ডোরা। এমন বর্ণাঢ্য আয়োজনে নিজের আত্মপ্রকাশ নিয়ে উচ্ছ্বসিত শিল্পী।

তিনি বলেন, এ গানটা আমার জন্য অনেক স্পেশাল। এ গানের সাথে আমার অনেক ভালোবাসা ও আবেগ জড়িয়ে আছে, কেননা এটিই আমার প্রথম মৌলিক গান। তাপস ভাইয়ার কথা সুর ও অসাধারণ কম্পোজিশনে, মুন্নী ভাবির স্টাইলিং এ শেফালী জারিওয়ালার পারফরম্যান্সে গানটি অনবদ্য হয়েছে। আমি ভাইয়া-ভাবির প্রতি অনেক কৃতজ্ঞ আমার প্রতি বিশ্বাস রাখার জন্য। আশা করছি গানটি শ্রোতাদের দারুণ ভালো লাগবে এবং শিগগিরই টিএম এর অন্যান্য গানগুলোর মতোই মাইলফলক অতিক্রম করবে।”

গানের লিংক: https://youtu.be/pIuVHqFZ61Y

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *