সন্ধ্যা কেন নামে?
সন্ধ্যা কেন মন খারাপের চিঠি পাঠায়
বিষন্নতার খামে?
স্মৃতির বিকেল ডুব দিয়ে যায় কখন—
কোথায় গিয়ে থামে?
সন্ধ্যা কেন আসে?
সন্ধ্যা কেন বিরহী ফুল ফোটায় ভীষণ
কষ্টপোড়া ঘাসে?
পুড়িয়ে দিয়ে দু-চোখ কী সে কুড়িয়ে নেয়
মুখ লুকিয়ে হাসে।
ভাল্লাগেনা—বলব কাকে? সেও কি তবে
দুঃখ ভালোবাসে?
সন্ধ্যা কেন নামে?
সন্ধ্যা কেন গুমরে কাঁদে, জমাট বাঁধে
বুকপকেটে, বামে?
ছিন্নপাতায় রঙিন শোকের বিভেদগুলো
ওলট-পালট করে
সন্ধ্যা কেন প্রায় প্রতিদিন হাহাকারেই
মারে, নিজেও মরে?