প্রথমবারের মতো কানাডার টিভিতে সরাসরি সংগীত পরিবেশন করেছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী শাওন চৌধুরী। গত ৩১ জুলাই কানাডার সময় রাত সাড়ে ১০টা থেকে ২ ঘন্টাব্যাপী সেদেশের এন.আর.বি টেলিভিশন চ্যানেলে তার এই সঙ্গীতানুষ্ঠান প্রচারিত হয়। অনুষ্ঠানে শাওন চৌধুরী রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, পুরনো দিনের গান, নজরুল সঙ্গীত, ফিল্ম সঙ, গজল সহ বিভিন্ন ধারার সংগীত পরিবেশন করেন। এছাড়া অনুষ্ঠানে শিল্পী নিজের মৌলিক আধুনিক গানসহ উপমহাদেশের অনেক কিংবদন্তি শিল্পীর গান পরিবেশন করেন। তার পরিবেশিত প্রতিটি গান দর্শক-শ্রোতার মন কেড়ে নেয়। দেশ বিদেশের শ্রোতারা মুগ্ধ হয়ে তার গান উপভোগ করেন।
এ সম্পর্কে শাওন চৌধুরী বলেন, “আমি বিশ্বাস করি, শুদ্ধ সঙ্গীতের কোন দেশকাল নেই। আর শুদ্ধ সঙ্গীতের শ্রোতামাত্রই সার্বজনীন। আমি কৃতজ্ঞ আমার দর্শক শ্রোতাদের প্রতি। বিশেষ করে কানাডা, আমেরিকা সহ বিভিন্ন দেশের অগণিত দর্শক শ্রোতার ভালোবাসা আমার শিল্পী জীবনে এক অনির্বচনীয় অনুভূতির জন্ম দিয়েছে।”
অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন আর্টিস্ট শ্যামল বসাক, পরিচালনা করেছেন স্বপ্না দাস এবং সঞ্চালনা করেন তাবাস্সুম প্রিয়াঙ্কা। উল্লেখ্য, ইতোপূর্বেও শাওন চৌধুরীর গান ভারত, নেপাল, মালদ্বীপ এবং ইংল্যান্ডের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সম্প্রচার হয়েছে। ‘ওয়ার্ল্ড মাস্টার’ খেতাবে ভূষিত এই শিল্পী আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত একজন শুদ্ধ ধারার সংগীত শিল্পী।