বুধবার, এপ্রিল ২৪Dedicate To Right News
Shadow

আব্দুল্লাহ্-আল-ফারুক এর তিনটি কবিতা

Spread the love

[১]

“উৎসব”

যখন বৃষ্টি নামে তোমাদের লোক দেখানো শহরে
মেকি ভালোবাসার ভং ধরা চাহুনিতে
তখন ওরা চাষ দিয়েছে ভুঁইয়ে
মৃত্তিকার ভালোবাসায়
বৃষ্টির ঘামে ভিজে তুলে এনেছে স্বপ্ন
আমরা ব‌ই হাতে শিখে এসেছি
অলিক জন্তুর বিবরণ
লোক ঠকানো সভ্যতার গল্পে
তাই সর্বোচ্চ শিক্ষার নামে
পরিণত হচ্ছি পোষ মানা ময়নায়
শিখছি বাধ্যতামূলক বর্বরতার উৎসব।

[২]

“গঞ্জ”

একটু পেরুলেই ধানকাটা মাঠ, পদ্মময় দীঘি, গরুর গাড়ি টানা কাঁচা রাস্তা ভাঙাচোরা মেঠো পথ ধরে উঠে এসে পীচের শহর মিশে যায় গঞ্জের বাতাসে ।। জাহাজের সিঁঠিতে লেগে থাকে ঘাট ভোলা সারেঙ্গের পিছুটান, অবুঝ বেনী খুলে বিলি কাটে অভাবের থাবা ক্ষুধার আগুন ।। হুইসেল বাজিয়ে চলে যায় গন্তব্যের ট্রেন হকারের হুড়োহুড়ি ক্যানভাসারের ব্যাস্ততা কাস্টমারের ফাই ফরমাশ থেমে গেলে বাড়ি ফেরে ঝরা পাতা শূন্য হাঁড়িতে গরম ভাতের গন্ধ হবে বলে ।।

[৩]

“ওপেন সিক্রেট”

মসজিদে নামাজ পড়াচ্ছেন ইমাম সাহেব
বুকের ভেতর জ্বলে যাচ্ছে আগুনের আভা।
যদি শালিকের ঝাঁক হারিয়ে যায়
আর কোন পথ কোন পথে হাঁটবে তোমাদের বিবেক?
যাতনার ছায়া হাতড়ে ফেরে হারানো শৈশবের গাংচিল আকাশ
মেঠো পথের হাতছানি; লিচুডালে দোল খাওয়া অবাক বিস্ময়,
চেতনার ছলা-কলা !বুঝিনি বলছি;
বলি সত্যের পরিহাস, দ্যাখো এত হাঁসি গান ফিরে যায় বৃথাই-
তোমাদের ডাস্টবিনে পরে থাকা গুলিবিদ্ধ লাশ
জানে না মুক্তির আশ্বাদ;
যেন পদ্মর কবিতার ঘৃনায় বমি ওঠা ছোটলোকের গন্ধ!
গানের পাখি আর রত খোলার মাঠ মিলিয়ে যায়
বিলবোর্ড, বিজ্ঞাপন মডেলের সুডৌল স্তনে,
আবাদির খেত ভাঙা বসতির কান্নার মতো
উঠে এসে লাশের মিছিল;
মায়ের চোখ বেয়ে ঝরে পড়ে ঘৃণায় অপমানে।
আমাকে কি জিজ্ঞেস করতে হচ্ছে
তোমরাও তো বুঝতে পারছ,
এ কোন হতাশার বীজ বুনে যাচ্ছে স্বাধীনতার পাতায়।
বন্ধুর বাসায় বিড়ি খেয়ে পুড়িয়ে ফ্যালা চাদরের কসম
তোমরা যদি বিশ্বাস না করো, তাতে কিছু যায় আসে না আমাদের,
কী বলো শান্ত ?
তোমরা জানো না কবি ভাই কারো পিছে লাগে না
ওই সবে ওর কিছু যায় আসে না
শান্ত বললো, ঠিক আছে কড়া হ‌ইছে,
আলামিন বললো না থাক‌, এস কে বললো কী যেন;
কী যেন জানো না, আর কত মিথ্যের হাসাহাসি ছিঁড়ে খাচ্ছ
চেতনার ধারাপাত মেরুদণ্ডে পুঁতে দিয়ে পরাধীনতার শৃঙ্খল
গান গাইছো স্বাধীনতার বুলি বিজাতীয় রং মেখে,
মুছে দিচ্ছ সৌজন্যের খাতির হায়-হ্যালোর পাট চুকিয়ে;
গেলাচ্ছ ওপারি কালচার।
জাতীয় মেধা ইজিকাল্টু ওপেন সিক্রেট সবাই-ই জানি,
হাউ এ নেশন বিকেম…হুয়াট?
কাউকেই শিখিয়ে দেওয়া লাগে না।

[email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *