সোমবার, সেপ্টেম্বর ৯Dedicate To Right News
Shadow

কবি ও গীতিকার শামসুল আলমের জন্মদিন আজ

Spread the love

আজ ২৫ আগস্ট কবি, গীতিকার, শিশুসংগঠক ও শিশুসাহিত্যিক স.ম. শামসুল আলমের ৬০তম জন্মদিন। ১৯৬২ সালের এই দিনে তিনি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাধীন শিকজান গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা এস. এম. শাহজাহান আলী ও মা সালেহা শাহজাহান।

সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর অবাধ বিচরণ। গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, শব্দরম্য, কলাম, নাটক, গান ইত্যাদি মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৮৫। এর মধ্যে উল্লেখযোগ্য হলোÑ আমার বঙ্গবন্ধু, সমকলম, স্বপ্নভূমি, ছড়াসমগ্র, কিশোর সমগ্র, সমকবিতা, কিশোর গল্প সমাহার, কিশোর কবিতা সমাহার, মুক্তিযুদ্ধের ছড়া কবিতা, চমক দেব ধমক দেব, দাঁড়াবার পা কোথায়, অর্ধেক চুম্বন, আমার মনের আকাশ জুড়ে, মায়ের অলংকার, হেসে ফাটে দম, খাস কামরা, গদ্যগান, কালুখালি জংশন ইত্যাদি।

কবি ও শিশুসাহিত্যিক হিসেবে পরিচিতি পেলেও ইতোমধ্যে স.ম. শামসুল আলম গীতিকার হিসেবে সুধীমহলের দৃষ্টি কেড়েছেন। তাঁর লেখা গানে কণ্ঠ দিয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, আসিফ আকবর, দিলশাদ নাহার কনা, অপু আমান, ইলিয়াস হোসেইন, কিশোর দাস, মুহিন খান, চম্পা বনিক, সাজিয়া সুলতানা পুতুল, রবিন রউফ, রন্টি দাশ, সাব্বির জামান, রেখা সুফিয়ানা, আদনীনা মৌরীন প্রিয়াংকা, রোহান রাজ, সপ্তর্ষি অনি, তাইরীন তিথি, সময় খান প্রমুখ এবং ভারতের বিশিষ্ট সংগীতশিল্পী রুপঙ্কর বাগচী। তাঁর লেখা গানে সুর করেছেন প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলী, ফরিদ আহমেদ, কাজী দেলোয়ার হোসেন, কিশোর দাস, রোহান রাজ, রবিন রউফ, তৌফিকুল ইসলাম মাসুদ, শান্ত ইসলাম প্রমুখ। ‘ফিরবে বলে আর এলে না’ এবং ‘বৃষ্টিমুখর সন্ধ্যা নাকি সন্ধ্যামুখর বৃষ্টি’ শিরোনামে তাঁর দুটি গীতিকবিতার বই প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *