শাওন আশরাফ পরিচালিত পূর্ন দৈর্ঘ্য চলচ্চিত্র ” আইল্লা চোরা”য় দুই খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন পরিচালক, অভিনেতা শাওন আশরাফ এবং সাংবাদিক ও অভিনেতা আহমেদ সাব্বির রোমিও।
পাশাপাশি ছবির নাম ভূমিকায় থাকছেন, সময়ের আলোচিত, সমালোচিত অভিনেতা হিরো আলম। এছাড়াও এই ছবিতে আরো অভিনয় করেছেন চিত্রনায়িকা একা, চিত্রনায়িকা নিশু, কাজী হায়াৎ,আনোয়ার সিরাজী, পীরজাদা হারুন, জেকী, গাংগুয়া, আইরিন, পরান, এবিএম সোহেল রশিদ, অলি, অলি,নবাগত চিত্রনায়িকা রিয়া মনিসহ অনেকেই।
পরিচালক শাওন আশরাফ বলেন, ছোট পর্দায় বিভিন্ন চ্যানেলে আমার দেড় শতাধিক নাটক প্রচাবিত হয়েছে। তবে বড় পর্দায় এটাই পরিচালক হিসেবে আমার প্রথম কাজ। তবে বড় পর্দায় আমার অভিনিত ছবির সংখা শতাধিক।
মৌলিক গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ” আইল্লা চোরা ” এখানে হিরো আলম ডুয়েট রোল করবেন। ইতোমধ্যেই টানা ৭ দিন প্রথম লটের কাজ শেষ করেছি। আমি আর রোমিও দুইজনই খল চরিত্রে অভিনয় করেছি। আমাদের পাশাপাশি আরো যারা অভিনয় করেছেন সবাই ভালো করছেন। আশা করি দর্শকরা ছবিটি দেখে আনন্দ পাবেন।
আমরা আশা করছি সামনে মাসে ছবির বাকী কাজ শেষ করে সম্পাদনার টেবিলে বসতে পারবো।