বুধবার, ডিসেম্বর ৪Dedicate To Right News
Shadow

ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই বিজয় মেলা ’২২

Spread the love

চ্যানেল আই চেতনা চত্বরে ‘ঐক্যডটকমডটবিডি চ্যানেল আই বিজয় মেলা ২০২২’ অনুষ্ঠিত হয়েছে। ওইদিন সকাল ১১টায় ৫২টি লাল সবুজ বেলুন ও সাদা কবুতর উড়িয়ে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ মফিজুর রহমান, আলোক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক লোকমাস হোসেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আবদুল মান্নান চৌধুরী, স্বাধীন বাংলা ফুটবল দলের প্রস্তাবক ও সংগঠক বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান প্যাটেল প্রমুখ। ‘ঐক্যডটকমডটবিডি চ্যানেল আই বিজয় মেলা’ পাওয়ার্ড বাই ‘আলোক হেলথ কেয়ার লিমিটেড। প্রতিষ্ঠার শুরু থেকেই হৃদয়ে বাংলাদেশ ও লাল সবুজ ধারণ করে চ্যানেল আই বিভিন্ন দিবসে তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান প্রচার করে আসছে। প্রতি বছর জাতীয় দিবসগুলোতে নিজ উদ্যোগে মেলার আয়োজন করে চ্যানেলটি। এ দিবসকে কেন্দ্র কলে প্রাঙ্গণটি সেজেছিল উঠে লাল-সবুজ রঙে। বিজয়ের ৫১ বছর পূর্তিতে শুক্রবার মেলার উদ্বোধনী পর্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধাসহ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য, স্বাধীন বাংলা বেতারের শিল্পীরাসহ বিভিন্ন অঙ্গণের বিশিষ ব্যক্তিত্বরা। নানা আয়োজনে পালিত এবারে বিজয়ের ১০জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান ও উত্তরীয় পরিয়ে দেন চ্যানেল আই কর্তৃপক্ষ। এ সময় চ্যানেল আইয়ের পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু জানান, ‘প্রতি বছর ১০জন মুক্তিযোদ্ধাকে তার মুক্তিযোদ্ধা ভাতা থেকে প্রতিজনকে ৫০ হাজার টাকা করে দেয়া হবে। এবার ৫০ হাজার করে যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন বীর মুক্তিযোদ্ধা নবীন হোসেন, কিসলু, আলী আজগর, হাসিম উদ্দিন, ওবায়দুল ইসলাম, আনোয়ার হোসেন এবং মোস্তাফিজুর রহমান। বাকি দুজন মুক্তিযোদ্ধা শাখাওয়াত পাটোয়ারি এবং হায়দার আলী খান অনুপস্থিত ছিলেন। তাদেও প্রাপ্তি পওে ছৌঁছে দেওয়া হবে। মুকিত মজুমদার বাবু প্রত্যেকের হাতে এই সম্মাননা তুলে দেন। এ সময় তিনি বলেন, যেসব মুক্তিযোদ্ধারা কিছুটা সমস্যায় আছেন, বেছে বেছে তাদের হাতে ৫০ হাজার করে টাকা দেয়ার ছোট্ট প্রয়াস নিয়েছি। সবার কাছে দোয়া চাই, যেন এটা প্রতিবছর কন্টিনিউ করতে পারি।’
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই এর পরিচালক জহির উদ্দিন মামুন বলেন, ‘এই দিনেই বাঙালির কাছে পাক সেনারা পরাজয় বরণ করে। তাই আজ আমাদের সকলের আনন্দের দিন। শুধু শুভেচ্ছা বিনিময় করলেই দিনটি যথার্থ হবে না, স্বাধীনতার প্রকৃত মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে হবে। আগামীর প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্পর্কে অন্তর্নিহিত তাৎপর্য জানাতে হবে।’
‘ঐক্যডটকমডটবিডি চ্যানেল আই বিজয় মেলা’য় এবারের আয়োজনের মধ্যে ছিল নৃত্যপরিবেশনা, দেশের গান, কবিতা আবৃত্তি, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, চিত্রাংকন প্রতিযোগিতা ইত্যাদি। মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *