বৃহস্পতিবার, এপ্রিল ২৫Dedicate To Right News
Shadow

সংস্কৃতিকে ধারণ করে সুইজারল্যান্ডে বাংলাদেশিদের পিঠা উৎসব

Spread the love

বাংলাদেশ ও বাঙালি ঐতিহ্যকে ধারণ করে সুইজারল্যান্ডের জেনেভায় বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির সংগঠন ‘বাংলা পাঠশালা’র উদ্যোগে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পিটা উৎসব। এ উৎসবে জেনেভায় অবস্থিত বাঙালি পরিবারগুলোর অংশগ্রহণে উৎসবমুখর এই আয়োজনে হরেক রকম পিঠার পাশাপাশি ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী সব সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা সুইস কালচারাল এসোসিয়েশন (বিএসসি) – এর সভাপতি রিয়াজুল হক ফরহাদ, সাধারণ সম্পাদক এহতেশামুল হক। সঞ্চালনায় ছিলেন আরিনুল হক ও ফারানা হক।
উল্লেখ্য, জেনেভা পাঠশালা ২০১৩ সাল থেকে প্রবাসী বাঙালি পরিবারের শিশুদের বাংলা ভাষার পাঠদানসহ নিয়মিত সাংস্কৃতিক শিক্ষা ও কার্যক্রমের আয়োজন করে আসছে। বাংলা পাঠশালার ১০ বছর পূর্তিতে মূল সংগঠন বাংলা সুইস কালচারাল এসোসিয়েশন বাংলাদেশ ও ভারতের বাংলাভাষীদের সমন্বয়ে নতুন রূপে পুনর্গঠিত হয়ে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। বাংলা পাঠশালার পরবর্তী আয়োজন ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *