বৃহস্পতিবার, মার্চ ২৮Dedicate To Right News
Shadow

জাবিতে নিরাপদ হলের দাবিতে ছাত্রীদের মিছিল

Spread the love

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সুফিয়া কামাল হলের ছাত্রীরা নিরাপদ হলের দাবিতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেন।

আজ রবিবার ১২ মার্চ সন্ধ্যা নয়টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রীরা খালেদা জিয়া হল থেকে সুফিয়া কামাল হল পর্যন্ত প্রতিবাদ মিছিল করে। তাদের মিছিলে উচ্চারিত হয়; “বাঁচার মতো বাঁচতে চাই, নিরাপদ হল চাই, প্রশাসনের নীরবতা মানি না, মানব না, আমার বোন হ্যারেজড কেন? প্রশাসন জবাব চাই স্লোগান দিতে দেখা যায় সাধারণ শিক্ষার্থীদের।”

এ সময় মানববন্ধনে তারা দশ দফা দাবি তুলে ধরেন দাবিগুলো হলো; ২৪ ঘন্টার মধ্যে দোষীকে শনাক্ত করে শাস্তি দিতে হবে, দেওয়ালের উচ্চতা সর্বনিম্ন ১০ ফুট বাড়াতে হবে, মহাসড়কের দিক লক্ষ করা যায় এমন সিসিটিভি ব্যবস্থা করতে হবে এবং সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য লোক রাখতে হবে, চারপাশের মাটি ভরাট করতে হবে এবং ফ্লাড লাইট লাগাতে হবে, গার্ডের দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে, নিচতলায় প্রতিটি জানালায় কেসিং লাগাতে হবে, হল এটেন্ডেন্ট পিছনেও রাখতে হবে, দুইজন হল সুপারের উপস্থিতি নিশ্চিত করতে হবে, নিচতলার ডাইনিং ও গণরুমের জানালায় পর্দা নিশ্চিত করতে হবে, শিক্ষার্থীদের নিরপেক্ষ জবাবদিহিতার অধিকার দিতে হবে।

উল্লেখ্য আজ ১২ মার্চ রবিবার জাবির সুফিয়া কামাল হল, শেখ হাসিনা হল ও খালেদা জিয়া হলে ঢুকে ছাত্রীদের অশ্লীল ভাষায় গালাগালি ও চুরির চেষ্টা করেছে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি এবং ছাত্রীদের অভিযোগ হল প্রসাশন‌ থেকে সঠিক কোন পদক্ষেপ তারা পায়নি । তাছাড়া এমন ঘটনা গত কয়েকদিন আগেও ঘটেছে এবং চুরি হয়েছিল বলে অভিযোগ উঠেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *