শুক্রবার, মার্চ ২৯Dedicate To Right News
Shadow

ঈদের নাটক ‘আয়না মানুষ’

Spread the love

সম্প্রতি নির্মিত হয়েছে ঈদের একক নাটক ‘আয়না মানুষ’। ফেরারি ফরহাদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ নাট্য নির্মাতা কামরুল ইসলাম খান। এতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন আরশ খান ও সালহা খানম নাদিয়া। এ ছাড়া আরও অভিনয় করেছেন— নীলা খান, জয়নাল জ্যাক, মাটি মনির, তানিয়া প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, প্রবাসী ধনী বাবা-মায়ের আদর-শাসন বঞ্চিত আরমান (আরশ খান) নিয়ন্ত্রণহীন জীবন-যাপন করেন। অনিয়ন্ত্রিত বাইক চালানো, বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা, গভীর রাতে বাড়ি ফেরা, রাতভর বন্ধুদের নিয়ে বাসায় হৈচৈ করা— এ সব তার দৈনন্দিন ঘটনা। আরমানের উপরের তলায় দুই মেয়ে নিয়ে ভাড়া থাকেন আসমা বেগম। আসমা বেগমের বড় মেয়ে নিশু ও আরমানের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে। একেবারে টম অ্যান্ড জেরি সম্পর্ক। অপরদিকে, আরমান ও নিশু দুজনেই ফেসবুকে নিজেদের রিয়েল আইডির পাশাপাশি আলাদা ফেক-আইডি চালান। সেই ফেক আইডিতে দুজনের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে। এরপর একদিন ফেক আইডিতে সিদ্ধান্ত নেয় তারা দেখা করবে। প্রথম দেখাকে স্মরণীয় করে রাখতে চায় তারা। চলে নানারকম পরিকল্পনা। এরপর আসে সেই কাঙ্ক্ষিত দিন। তারপর ঘটে এক অন্যরকম ঘটনা!

নাটকটি নিয়ে আরশ খান বলেন, ফেরারি ফরহাদের রচনায় আমার বেশ কিছু কাজ হয়েছে যা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। এই গল্পটিও তারই ধারাবাহিকতায় আগের নাটকগুলোর রেকর্ড ভাঙতে পারবে বলে আমার বিশ্বাস। পরিচালক কামরুল ইসলাম খান অত্যন্ত গোছানো, ওয়েল প্লানেড কাজ করেন। সবকিছু মিলে ভালো একটি কাজ করলাম।

সালহা খানম নাদিয়া বলেন, আরশের সাথে আমার প্রথম কাজ। কিন্তু একবারও সে রকম মনে হয়নি। পরিচালক কামরুল ইসলাম খানের সাথে এর আগে বেশ কিছু কাজ হয়েছে আমার। বরাবরের মতোই, এই কাজটিও এক কথায় দারুণ।

নির্মাতা কামরুল ইসলাম খান জানান, ‘আয়না মানুষ’ একটি স্যাড-রোমান্টিক গল্প হলেও নাটকে কমেডি আছে, মেসেজও আছে। আরশ-নাদিয়াকে জুটি করে সামনে আরও কিছু কাজের পরিকল্পনা হয়েছে। ঈদের পরে একটি মেগাসিরিয়ালের শুটিং শুরু হচ্ছে। বর্তমানে এই নাটকের সম্পাদনার কাজ চলছে। এবারের ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *