বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২Dedicate To Right News
Shadow

জাবিতে ময়মনসিংহ জেলা সমিতির নেতৃত্বে হৃদয়-নাঈম

Spread the love

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দর্শন বিভাগের ছাত্র নাসির উদ্দিন হৃদয়কে সভাপতি ও বাংলা বিভাগের সাকিব হাসান নাঈমকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।
গত ৭ এপ্রিল এই নতুন কমিটি ঘোষনা করা হয়। এতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্ঠা আমিনুল ইসলাম , মো. সাইদুজ্জামান সাঈদ,মো. আফাজ উদ্দিন, শামীমুল ইসলাম-সহ সাবেক একাধিক সভাপতি-সম্পাদক ও আহবায়ক সাক্ষর করেন।
যৌথ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি ছাড়া অন্যান্য সকল কমিটিকে বিলুপ্ত ঘোষনা করা হয়। সেই সাথে সংগঠনের নিয়ম শৃঙ্খলা বর্হিভূত কাজের সাথে জড়িত থাকলে বহিষ্কারের ঘোষনাও দেয়।
এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম রানা বলেন, প্রচলিত রীতি অনুযায়ী সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষের মতামতের ভিত্তিতে নতুন কমিটি অনুমোদিত হয়। নিয়ম ভেঙ্গে গত ২৪ ও ২৫ মার্চ দুইটি নতুন কমিটি গঠিত হয় । সমস্যা সমাধানের জন্য দুইপক্ষকে গত ৭ এপ্রিল ডাকি। কিন্তু একপক্ষ আসলেও আরেক পক্ষ আসে নি। ফলে সংগঠনে যারা কাজ করেছে তাদের নিয়ে নতুন কমিটি ঘোষনা করেছি। এবং এই কমিটি ছাড়া অন্য কোন কমিটি গ্রহণযোগ্য হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *