জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দর্শন বিভাগের ছাত্র নাসির উদ্দিন হৃদয়কে সভাপতি ও বাংলা বিভাগের সাকিব হাসান নাঈমকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।
গত ৭ এপ্রিল এই নতুন কমিটি ঘোষনা করা হয়। এতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্ঠা আমিনুল ইসলাম , মো. সাইদুজ্জামান সাঈদ,মো. আফাজ উদ্দিন, শামীমুল ইসলাম-সহ সাবেক একাধিক সভাপতি-সম্পাদক ও আহবায়ক সাক্ষর করেন।
যৌথ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি ছাড়া অন্যান্য সকল কমিটিকে বিলুপ্ত ঘোষনা করা হয়। সেই সাথে সংগঠনের নিয়ম শৃঙ্খলা বর্হিভূত কাজের সাথে জড়িত থাকলে বহিষ্কারের ঘোষনাও দেয়।
এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম রানা বলেন, প্রচলিত রীতি অনুযায়ী সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষের মতামতের ভিত্তিতে নতুন কমিটি অনুমোদিত হয়। নিয়ম ভেঙ্গে গত ২৪ ও ২৫ মার্চ দুইটি নতুন কমিটি গঠিত হয় । সমস্যা সমাধানের জন্য দুইপক্ষকে গত ৭ এপ্রিল ডাকি। কিন্তু একপক্ষ আসলেও আরেক পক্ষ আসে নি। ফলে সংগঠনে যারা কাজ করেছে তাদের নিয়ে নতুন কমিটি ঘোষনা করেছি। এবং এই কমিটি ছাড়া অন্য কোন কমিটি গ্রহণযোগ্য হবে না।