বৃহস্পতিবার, এপ্রিল ২৫Dedicate To Right News
Shadow

বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ও টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষর

Spread the love

রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড -এর কর্পোরেট সেবা ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ও টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মধ্যে ৬ জুন ২০২৩ খ্রি. তারিখে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। উক্ত চুক্তির পরিপ্রেক্ষিতে টেলিটক বাংলাদেশ লিমিটেড সাশ্রয়ী মূল্যে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড এর সকল কর্মকর্তা/কর্মচারী এবং বোর্ডের আওতাধীন সকল মেডিকেল কলেজ সমূহকে বিভিন্ন কর্পোরেট ও ডিজিটাল সেবা প্রদান করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড এর পক্ষে ডা. মো. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার-কাম-সচিব এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর পক্ষে মো. সাইফুর রহমান খান, অতিরিক্ত মহাব্যবস্থাপক (বিক্রয়, বিতরণ ও গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা বিভাগ) চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড এর পক্ষে ডা. মো. শহিদুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ও ডা. অমিত রায়, সহকারী রেজিস্ট্রার এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর পক্ষে মো. ফরিদ উদ্দীন, ব্যবস্থাপক (আইবি), জনাব শহীদুল ইসলাম, উপ- ব্যবস্থাপক (কর্পোরেট সেলস্‌) ও কাজী মোহাম্মাদ এহসান, সহকারী ব্যবস্থাপক (কর্পোরেট সেলস্‌) সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *