বুধবার, এপ্রিল ২৪Dedicate To Right News
Shadow

৩ দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে মাইম আর্ট

Spread the love

পারফর্মিং আর্টস এর বেইজ বলা হয় মাইম (মূকাভিনয়)কে। নাচ, গান, অভিনয়, আবৃত্তি, উপস্থাপনা এসব শিল্পে সাফল্য পেতে মূকাভিনয় বা মাই সহায়ক হিসেবে কাজ করে। বাংলাদেশের অন্যতম মূকাভিনয়ের সংগঠন মাইম আর্ট দলের ১৫বছর পূর্তি উপলক্ষ্যে ১৬-১৭-১৮জুন তিনদিন ব্যাপী মূকাভিনয় কর্মশালার আয়োজন করেছে। এবং কর্মশালা শেষে থাকছে মাইম আর্ট এর সদস্য হয়ে কাজ করার সুযোগ। ১৪জুন পর্যন্ত আগ্রহীরা ঢাকার সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালার ৭তালায় চিলেকোঠা থেকে ফরম সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে পারবে। এছাড়াও মাইম আর্ট এর পেজ থেকে  http://www.facebook.com/MIME ART  ফরম ডাউনলোড করা যাবে। প্রয়োজনে ০১৯১২৯৯৬৮৯০ বা ০১৭৩১০৬৩৮৮১ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানা যাবে। জাতীয় নাট্যশালার ৬তালায় ৪নাম্বার মহড়াকক্ষে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ কর্মশালা। মুখ্য প্রশিক্ষক থাকবেন মূকাকু খেত জনপ্রিয় মাইম শিল্পী ও সাংবাদিক নিথর মাহবুব। আরও প্রশিক্ষণ দেবেন মাইম শিল্পী ফয়সাল ও টুটুল।

কর্মশালা সম্পর্কে নিথর মাহবুব বলেন, বাংলাদেশে মূকাভিনয়কে জনপ্রিয় করা ও মূকাভিনয় শিল্পী তৈরির লক্ষ্যে মাইম আর্ট ২০০৮সাল থেকে নিরলস ভাবে কাজ করছে। যার ফলে সারা দেশে আজ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে মাইম। প্রতি বছরই আমরা এক বা একাধিক কর্মশালার আয়োজন করি। কিন্তু গত প্রায় ৫-৬বছর কোন কর্মশালার আয়োজন করতে পারিনি। কারণ এর মধ্যে আমার বাবা ২০১৮সালে অসুস্থ হয়ে পরে ২০১৯সালের ১৭সেপ্টেম্বর মারা গেলেন, তার পর আসে করোনা, করোনার পর মা অসুস্থ হয়ে মারা গেলেন চলতি বছর এক ফেব্রুয়ারি। এসব নানা জটিলতার কারণেই অনেকটা থমকে ছিলাম। তরুণ প্রজন্মের অনেক মাইম শেখার জন্য বিভিন্ন সময় যোগাযোগ করে। বাংলাদেশে নির্ভরযোগ্য মাইম প্রশিক্ষকের অভাবে মাইম আর্ট এর কর্মশালার প্রতি সবার প্রবল আস্থা। এই আগ্রহীদের কথা বিবেচনা করেই আবার কর্মশালার আয়োজন করলাম। এখন থেকে আবার নিয়মিত কর্মশালা চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *