বৃহস্পতিবার, নভেম্বর ৬Dedicate To Right News
Shadow

দক্ষ জনশক্তিখাতে বাংলাদেশ–জাপানের সহযোগিতা জোরদার

Spread the love

বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া আজ জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক সিনিয়র সহকারী মন্ত্রী আকিয়ামা শিনইচি এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ড. ভূঁইয়া বাংলাদেশ ও জাপানের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন, যা গণতন্ত্র, উন্নয়ন, মানবাধিকার ও আইনের শাসন এর অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি বলেন, বাংলাদেশ গত পাঁচ দশকের বেশি সময় ধরে দক্ষ জনশক্তি প্রেরণকারী দেশ হিসেবে অভিজ্ঞতা অর্জন করেছে এবং বর্তমানে জাপানের নির্মাণ, সেবা, উৎপাদন ও তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

ড. ভূঁইয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের মে ২০২৫ সফর এর সময় স্বাক্ষরিত দুটি সমঝোতা স্মারক (MoU) উল্লেখ করেন, যার মাধ্যমে আগামী পাঁচ বছরে ১ লাখ বাংলাদেশি কর্মী জাপানে প্রেরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি জাপানি ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ সমন্বয়ের জন্য মন্ত্রণালয়ে “জাপান সেল” গঠনের বিষয়ও আলোচনা করেন।

সাক্ষাতে বাংলাদেশের স্পেসিফায়েড স্কিল্ড ওয়ার্কার (SSW) ফিল্ড টেস্ট, খাদ্য ও পানীয় উৎপাদন, খাদ্য পরিবেশন, শিল্পজাত পণ্য উৎপাদন, মোটরগাড়ি মেরামত, বিমান ও জাহাজ শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষার সম্প্রসারণের অনুরোধ করা হয়। এছাড়া স্বাস্থ্যসেবা ও ওষুধ খাতে সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়।

সিনিয়র সহকারী মন্ত্রী আকিয়ামা বলেন, জাপানে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির কারণে দক্ষ বিদেশি শ্রমিকের চাহিদা বাড়ছে। তিনি বাংলাদেশকে সমর্থন এবং জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয় ও টোকিওতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সমন্বয় জোরদারের আশ্বাস দেন।

বিকেলে, সিনিয়র সচিব ড. ভূঁইয়া আইএম জাপান আয়োজিত মানবসম্পদ সেমিনারে অংশগ্রহণ করেন, যেখানে প্রায় ২০০টি জাপানি কোম্পানি অংশ নেয়।

#BangladeshJapan #SkilledWorkers #OverseasEmployment #SSW #SkillDevelopment #BangladeshSkills

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *