
রাজধানীর কাকরাইল এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
আজ শনিবার পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৬টি যানবাহনের বিরুদ্ধে ২৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
অভিযানের সময় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে জরিমানা আদায় ছাড়াও ২২টি যানবাহনের চালক ও মালিককে শব্দদূষণ রোধে পরামর্শ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, নগরবাসীর জন্য সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে শব্দ দূষণবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম।
পরিবেশ অধিদপ্তর সকল যানবাহনের চালক ও মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা হাইড্রোলিক হর্ন ব্যবহার থেকে বিরত থাকেন, যানবাহনের শব্দমাত্রা নির্ধারিত সীমার মধ্যে রাখেন এবং এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করেন।
#পরিবেশঅধিদপ্তর #শব্দদূষণ #NoisePollution #ঢাকা #কাকরাইল #হাইড্রোলিকহর্ন #MobileCourt #BangladeshEnvironment #DOE #EnvironmentalAwareness #SoundControl #DhakaCampaign
