
নবায়নযোগ্য শক্তিকে কেন্দ্র করে আগামী শুক্রবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে শুরু হচ্ছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ও আন্তঃস্কুল-কলেজ বিতর্ক উৎসব-২০২৫।
যুক্তি, মতপ্রকাশ এবং চিন্তার চর্চা বৃদ্ধিতে আয়োজনটির পাশাপাশি খুলনা বিভাগীয় আন্তঃস্কুল ও কলেজ পর্যায়ের কুইজ প্রতিযোগিতা এবং বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।
তরুণদের বুদ্ধিবৃত্তিক বিকাশ, যুক্তিনির্ভর চিন্তা এবং ইতিবাচক বিতর্কচর্চা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে পরিবেশভিত্তিক সংগঠন ‘দ্যা আর্থ’ এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)।
আয়োজকরা জানিয়েছেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজ থেকে শতাধিক বিতার্কিক ও শিক্ষার্থী অংশ নেবেন। তরুণ শিক্ষার্থীদের যুক্তি নির্ভর মত বিনিময়, নেতৃত্বগুণ এবং বিশ্লেষণধর্মী চিন্তার প্রয়োগ প্রসারে এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাদের আশা।
দায়িত্বপ্রাপ্ত ও অতিথিবৃন্দ
আয়োজনের কনভেনার হিসেবে দায়িত্ব পালন করছেন এনডিএফ বিডি খুলনা জোনের ভারপ্রাপ্ত পরিচালক তারিকুল ইসলাম তাজ এবং এনডিএফ বিডি’র যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিস বারী।
এ ছাড়া সমন্বয়ক হিসেবে থাকছেন এনডিএফ বিডি খুলনা জোন প্রধান তাকদিরুল গনি ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ আশিকুর রহমান আকাশ।
আয়োজনটি সভাপতিত্ব করবেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান এ কে এম শোয়েব।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ মাকসুদ হেলালী।
আলোচ্য প্রধান বিতর্ক প্রস্তাবসমূহ
আন্তঃবিশ্ববিদ্যালয় পর্বে অংশগ্রহণকারী বিতার্কিকরা নিম্নোক্ত সমসাময়িক প্রস্তাবনার উপর বিতর্কে অংশ নেবেন—
-
এই সংসদ জলবায়ু সংকটে ব্যক্তিগত উদ্যোগকে অতিমাত্রায় রোমান্টিকভাবে দেখানোয় অনুতপ্ত।
-
এই সংসদ বিশ্বাস করে, বাংলাদেশ থেকে রপ্তানিকৃত সকল তৈরি পোশাক পণ্যের উপর কার্বন ট্যাক্স প্রবর্তন করা উচিত।
-
এই সংসদ মনে করে, তৃতীয় বিশ্বের দেশগুলোর নবায়নযোগ্য শক্তির পাশাপাশি কার্বন নিঃসরণ দ্রুত কমাতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করা উচিত।
আয়োজকদের আশা, এই বিতর্ক উৎসবের মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকদের মধ্যে জ্ঞানবিনিময়, যোগাযোগ এবং সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে এবং যুক্তিভিত্তিক সমাজ গঠনে তরুণরা আরও উদ্বুদ্ধ হবে।
#NDFBD #DebateFestival2025 #RenewableEnergy #KUET #Khulna #InterUniversityDebate #SchoolCollegeDebate #ClimateAction #YouthLeadership #DebateBangladesh
