
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশা নিধন কার্যক্রম আরও জোরদার করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মাঠপর্যায়ের তদারকি ও ওষুধ প্রয়োগে কড়াকড়ি নির্দেশনা দিয়েছে। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হার কিছুটা কম হলেও সাম্প্রতিক প্রাদুর্ভাব বিবেচনায় নগর ভবনে আজ বৃহস্পতিবার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক মোঃ মাহমুদুল হাসান এনডিসি।
সভায় ডিএসসিসির স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়ার্ডভিত্তিক তদারকি টিম গঠন
সভায় সিদ্ধান্ত হয় যে—
-
এ্যডাল্টিসাইডিং ও লার্ভিসাইডিংয়ে ব্যবহৃত ওষুধ সঠিক মাত্রা ও সঠিক পদ্ধতিতে প্রয়োগ নিশ্চিত করা হবে।
-
প্রতিটি ওয়ার্ডে নাগরিকদের সম্পৃক্ত করে তদারকি টিম গঠন করা হবে।
-
এসব টিম ওষুধ প্রয়োগের সময়সূচি নির্ধারণ ও পর্যবেক্ষণে দায়িত্ব পালন করবে।
হটস্পট শনাক্তকরণ ও চিরুনি অভিযান
এডিস মশা প্রজননের ঝুঁকি বেশি এমন এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করে ওয়ার্ডভিত্তিক চিরুনি অভিযান চালানো হবে।
এছাড়া, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও স্থানীয় মানুষকে যুক্ত করে:
-
সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস,
-
পানি জমে থাকা স্থান পরিষ্কার,
-
বাসাবাড়িতে লার্ভা শনাক্তকরণ কার্যক্রম জোরদার করা হবে।
নাগরিকদের সক্রিয় ভূমিকা জরুরি
প্রশাসক মোঃ মাহমুদুল হাসান এনডিসি বলেন,
“এডিস মশা নিয়ন্ত্রণের দায়িত্ব যেমন সিটি কর্পোরেশনের, তেমন নাগরিকদেরও। দায়িত্ব পালনে সবার সম্মিলিত সচেতনতা প্রয়োজন।”
তিনি আরও জানান— প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে অবহেলা ও অনিয়ম প্রতিরোধ করা হবে।
জনসচেতনতা বাড়াতে প্রচারণা জোরদার
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম বলেন,
গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, ধর্মীয় উপাসনালয় এবং স্থানীয় কমিউনিটির মাধ্যমে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
শিগগিরই নতুন উদ্যমে বিশেষ মশক নিধন অভিযান শুরু হবে।
বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা
ডিএসসিসি নাগরিকদের আহ্বান জানায়—
ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে নিম্নোক্ত হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করুন:
-
ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল
-
ঢাকা মহানগর শিশু হাসপাতাল
-
নাজিরা বাজার মাতৃসদন
ডেঙ্গু সংক্রান্ত তথ্য জানানোর হটলাইন: ০১৭০৯-৯০০৮৮৮
#ডেঙ্গু_প্রতিরোধ #DSCC #DengueControl #AedesMosquito #Bangladesh
#PublicHealth #MosquitoControl #DhakaCity #CommunityAwareness
#CleanDhaka #স্বাস্থ্যসচেতনতা #মশা_নিধন #জনসচেতনতা
