
দেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি এবং জেন্ডার-ভিত্তিক সহিংসতা শূন্যের কোটায় নামিয়ে আনা এখন সময়ের দাবি। এ বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) নীতিমালার পাশাপাশি মনোভাবগত পরিবর্তন ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত “ক্যাম্পাসে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে চ্যালেঞ্জ ও উত্তরণ” শীর্ষক কর্মশালায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব এসব কথা বলেন। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে ইউজিসি এবং ইউএন উইমেন।
সভায় ইউজিসি’র আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।
নারীদের প্রতিনিধিত্ব ও জবাবদিহির ওপর জোর
প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন,
“বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের ক্ষেত্রে নারীদের প্রাধান্য নিশ্চিত করা জরুরি। নিরাপদ ক্যাম্পাস গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, ক্যাম্পাসে যৌন হয়রানি ও জেন্ডার সহিংসতা রোধে ‘Whole of School Approach’ একটি কার্যকর মডেল হিসেবে কাজ করতে পারে।
নীতিমালা ও সক্ষমতা বৃদ্ধির কথা জানালেন ইউজিসি
ইউজিসি সদস্য প্রফেসর ড. আইয়ুব ইসলাম বলেন,
“নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক নীতিমালা বাস্তবায়ন ও আচরণগত পরিবর্তন প্রয়োজন। ইউজিসি এই সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।”
তিন বছর মেয়াদী প্রকল্প
জেসমিন পারভিন জানান,
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও ইউএন উইমেনের কারিগরি সহায়তায় তিন বছর মেয়াদী একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায়—
-
নারী শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা,
-
জেন্ডার সমতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি,
-
মনোভাব ও আচরণগত পরিবর্তন,
-
প্রাতিষ্ঠানিক প্রতিরোধ কাঠামো শক্তিশালীকরণ বাস্তবায়িত হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সুপারিশ
কর্মশালায় ১৪টি বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটির প্রধান, শিক্ষার্থী এবং আইন ও সালিশ কেন্দ্রের প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা উন্মুক্ত আলোচনায় নিম্নোক্ত সুপারিশ রাখেন—
-
জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন
-
সিন্ডিকেট সভায় অনুমোদন দিয়ে প্রতিরোধ সেল গঠন
-
সেলের ইনফ্রাস্ট্রাকচার ও বাজেট বরাদ্দ
-
ওয়েবসাইটে তথ্য ও কার্যক্রম প্রকাশ
-
জেন্ডার সংবেদনশীল ক্যাম্পাস নকশা
-
মানসিক স্বাস্থ্য সাপোর্ট ইউনিট গঠন
-
অনলাইন অভিযোগ ব্যবস্থা চালু
-
পরিবার ও কমিউনিটিকে সচেতনতায় যুক্ত করা
কর্মশালায় ইউএন উইমেন-এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর শ্রবণা দত্ত এবং প্রোগ্রাম অ্যানালিস্ট তোসিবা কাশেম সেশন পরিচালনা করেন।
#UGC #UNWomen #CampusSafety #StopHarassment #GenderEquality
#SafeUniversity #HigherEducationBD #Awareness #WomenEmpowerment
#জেন্ডারসমতা #যৌনহয়রানি_প্রতিরোধ
