খুলনায় শুক্রবার শুরু হচ্ছে নবায়নযোগ্য শক্তি বিষয়ক এনডিএফ বিডি আন্তঃবিশ্ববিদ্যালয় ও আন্তঃস্কুল-কলেজ বিতর্ক উৎসব-২০২৫
নবায়নযোগ্য শক্তিকে কেন্দ্র করে আগামী শুক্রবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে শুরু হচ্ছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ও আন্তঃস্কুল-কলেজ বিতর্ক উৎসব-২০২৫।
যুক্তি, মতপ্রকাশ এবং চিন্তার চর্চা বৃদ্ধিতে আয়োজনটির পাশাপাশি খুলনা বিভাগীয় আন্তঃস্কুল ও কলেজ পর্যায়ের কুইজ প্রতিযোগিতা এবং বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।
তরুণদের বুদ্ধিবৃত্তিক বিকাশ, যুক্তিনির্ভর চিন্তা এবং ইতিবাচক বিতর্কচর্চা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে পরিবেশভিত্তিক সংগঠন ‘দ্যা আর্থ’ এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)।
আয়োজকরা জানিয়েছেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজ থেকে শতাধিক বিতার্কিক ও শিক্ষার্থী অংশ নেবেন। তরুণ শিক্ষার্থীদের যুক্তি নির্ভর মত বিনিময়, নেতৃত্বগুণ এবং বিশ্লেষণধর্মী চিন্তার প্রয়...
