বৃহস্পতিবার, নভেম্বর ৬Dedicate To Right News
Shadow

নবীন-প্রবীণদের অভিজ্ঞতা ও সম্মিলিত উদ্যমেই গড়ে উঠবে আগামীর কল্যাণরাষ্ট্র — উপদেষ্টা শারমীন এস মুরশিদ

Spread the love

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “একটি কল্যাণরাষ্ট্র গঠনে প্রবীণদের জীবনের অভিজ্ঞতা ও জ্ঞানের সঙ্গে নবীন প্রজন্মের সৃজনশীলতা এবং উদ্যমের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীন ও প্রবীণ প্রজন্ম আলাদা নয়—এ এক জীবনের দুই অধ্যায়। আজকের নবীনরাই আগামী দিনের প্রবীণ।”

তিনি আরও বলেন, “আমাদের পরিবার ও সমাজে প্রবীণদের সমস্যাগুলো বুঝে তাদের পাশে দাঁড়াতে হবে। নবীন-প্রবীণদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই গড়ে উঠবে মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ।”

তিনি এসব কথা বলেন ঢাকার খিলগাঁও পল্লীমা সংসদ কনফারেন্স হলে আয়োজিত “নবীন-প্রবীণ আন্তঃপ্রজন্ম মিলনমেলা ২০২৫” উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়।

অনুষ্ঠানটি আয়োজন করে নবীন-প্রবীণ আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের মুখ্য উদ্যোক্তা ও আহ্বায়ক মু. হাফিজুর রহমান ময়না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান, অতিরিক্ত পরিচালক এম এম মাহমুদুল্লাহ, বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরাম-এর সাধারণ সম্পাদক সাইদুজ্জামান চপল, প্রবীণ প্রতিনিধি ফজলুল কবির, এবং নবীন প্রতিনিধি হিসেবে এডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি, ছোঁয়া ও আনিকা আনজুম প্রমুখ।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, “সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ অত্যন্ত স্পর্শকাতর ও জনকল্যাণমূলক। বয়স্ক, বিধবা ও অসচ্ছল জনগোষ্ঠীর সেবার মান উন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি।”

তিনি জানান, বয়স্ক ভাতা ৬১ লাখে এবং বিধবা ভাতা ৩৫ লাখে উন্নীত করা হয়েছে। একই সঙ্গে সব ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এছাড়া প্রবীণদের জন্য বিদেশি অর্থায়নে ৪০০টি ক্লাবের পাশাপাশি আরও ৬০০টি ক্লাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, “এই ক্লাবগুলো প্রবীণদের একঘেয়েমি দূর করে একে অপরের সঙ্গে সামাজিক যোগাযোগ বাড়াবে। নবীন-প্রবীণদের নিয়মিত মিলনমেলার মাধ্যমে দুই প্রজন্মের মধ্যে জ্ঞান ও সৃজনশীলতার আদান-প্রদান সম্ভব হবে।”

তিনি আরও যোগ করেন, “শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার, হাসপাতাল সেবা ও সামাজিক সুরক্ষার কার্যক্রম জোরদার করা হচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় নির্মাণ নয়, বরং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে—এটাই এর মূল শক্তি।”

শেষে উপদেষ্টা বলেন, “আমরা যদি সত্যিকারের একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে নবীন ও প্রবীণদের একসাথে এগিয়ে আসতে হবে। প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের উদ্যম মিলেই গড়ে উঠবে আগামীর সুন্দর বাংলাদেশ।”

#SharminSMurshid #সমাজকল্যাণমন্ত্রণালয় #নবীনপ্রবীণ #কল্যাণরাষ্ট্র #SocialWelfareBangladesh #IntergenerationalBonding #BangladeshDevelopment #SeniorCitizens #YouthEmpowerment #NobinProbhinMilonmela #DhakaEvent2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *