বুধবার, নভেম্বর ১৯Dedicate To Right News
Shadow

তামাক নির্ভরতা ও প্রভাবের বিরুদ্ধে তরুণদের নেতৃত্ব

Spread the love
  • আল তানভীর নেওয়াজ

তামাক এখনো আমাদের সময়ের অন্যতম প্রাণঘাতী জনস্বাস্থ্য হুমকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তথ্য অনুযায়ী, এটি প্রতি বছর বিশ্বব্যাপী আট মিলিয়নেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে—এর মধ্যে বাংলাদেশে বছরে প্রায় ১,৬১,০০০ মানুষের অকাল মৃত্যু ঘটে। এই ভয়াবহ ক্ষতি কেবল পরিবারগুলোকেই শোকগ্রস্ত করে না, বরং দেশের স্বাস্থ্যব্যবস্থার ওপর বিরাট চাপ সৃষ্টি করে এবং সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে। বহু বছরের সচেতনতা কার্যক্রম ও শক্তিশালী নীতিমালা থাকা সত্ত্বেও তামাক শিল্প ক্রমাগত অভিযোজিত হচ্ছে—বিশেষত তরুণদের লক্ষ্য করে নতুন কৌশল নিচ্ছে। গণমাধ্যমে ধূমপানকে আকর্ষণীয় করে তোলা, আড়ম্বরপূর্ণ ই-সিগারেট ও নিকোটিন পাউচ বাজারে আনা, এবং সোশ্যাল মিডিয়ায় আগ্রাসী বিপণনের মাধ্যমে তারা আসক্তিকে “জীবনধারা” হিসেবে উপস্থাপন করছে। এই পরিবর্তিত কৌশল তামাকবিরোধী লড়াইকে আরও জটিল করে তুলেছে।
তবুও এই চ্যালেঞ্জের মধ্যেই বিশ্বজুড়ে তরুণরা নতুন উদ্যম, সৃজনশীলতা ও উদ্দেশ্য নিয়ে প্রতিরোধ গড়ে তুলছে। ২০২৫ সালের ২৩–২৫ জুন আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত “দ্য ইউনিয়ন” আয়োজিত বিশ্ব তামাক নিয়ন্ত্রণ সম্মেলনটি দেখিয়েছে—তরুণ প্রজন্ম কীভাবে তামাক নিয়ন্ত্রণের আলোচনাকে নতুনভাবে গড়ে তুলছে। সম্মেলনে তরুণদের কণ্ঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যেখানে বিশ্বের নানা প্রান্তের তরুণ কর্মীরা কর্পোরেট প্রভাবের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে, শক্তিশালী আইনের দাবি জানিয়ে এবং সুস্থ ভবিষ্যতের অনুপ্রেরণা জাগিয়ে তোলে।
বাংলাদেশ থেকেও একটি তরুণ দল সেখানে অসাধারণ অবদান রাখে। তাদের মধ্যে অন্যতম ছিলেন মারজানা মুন্তাহা, আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং-এর কো-অর্ডিনেটর। ঢাকা আহছানিয়া মিশনের হেলথ সেক্টরের অধীনে পরিচালিত এই স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মটি তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, কমিউনিটি মবিলাইজেশন এবং নীতিনির্ধারকদের কাছে তামাকবিরোধী নীতি সমর্থনের দাবি জানায়। মারজানা একইসাথে জনস হপকিনস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ-এর ইনস্টিটিউট ফর গ্লোবাল টোব্যাকো কন্ট্রোল (IGTC) আয়োজিত Ascend Leadership Program 2025 Cohort-এর অংশগ্রহণকারী, যা প্রমাণ করে কিভাবে সক্ষমতা বৃদ্ধিমূলক উদ্যোগ তরুণ নেতাদেরকে স্থানীয় পর্যায় থেকে বৈশ্বিক পর্যায়ের অ্যাডভোকেটে পরিণত করতে পারে।
তার এই যাত্রা এখন আরও বিস্তৃত হচ্ছে, কারণ তিনি আগামী ১০–১৪ নভেম্বর ২০২৫-এ কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত Campaign for Tobacco-Free Kids আয়োজিত Global Tobacco Control Young Ambassador Summit-এ যোগ দিতে যাচ্ছেন। সেখানে তিনি একটি সেশন পরিচালনা করবেন, যেখানে বাংলাদেশে তরুণদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরবেন এবং বিশ্বের অন্যান্য তরুণ নেতাদের কাছ থেকে শিখবেন। এটি প্রমাণ করে যে, বাংলাদেশের তরুণরা এখন কেবল বৈশ্বিক আলোচনায় অংশ নিচ্ছে না, বরং সেই আলোচনাগুলোকে নেতৃত্ব দিচ্ছে—জ্ঞানকে বাস্তব কর্মে রূপান্তর করছে।
তবে লড়াই এখানেই শেষ নয়। তামাক কোম্পানিগুলো এখনো বিপণন ও নীতিনির্ধারণে প্রভাব বিস্তারে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। তারা নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোকে লক্ষ্য করে, ডিজিটাল প্ল্যাটফর্মের ফাঁকফোকর কাজে লাগিয়ে, “ক্ষতি কমানোর উপায়” নামে বিকল্প নিকোটিন পণ্য প্রচার করছে। আর তাদের প্রধান টার্গেট তরুণরা। কিন্তু তরুণরাই এই প্রতারণামূলক কৌশলের বিরুদ্ধে প্রথম প্রতিরক্ষা। বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তে তরুণরা এখন সচেতনতা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, র‌্যালি, সংলাপ ও নীতি অ্যাডভোকেসির মাধ্যমে তামাক শিল্পের ভ্রান্ত তথ্য ও প্রভাব উন্মোচন করছে।
তরুণ নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলন আশার আলোকবর্তিকা। নতুন প্রজন্ম অপেক্ষা করছে না পরিবর্তনের—they are creating it। গবেষণাভিত্তিক অ্যাডভোকেসি, সৃজনশীল ক্যাম্পেইন ও নাগরিক সমাজের সঙ্গে সহযোগিতার মাধ্যমে তারা নিকোটিন ব্যবহারের স্বাভাবিকীকরণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং দায়বদ্ধতা দাবি করছে। তাদের প্রচেষ্টা মনে করিয়ে দেয়—তামাক নিয়ন্ত্রণ কেবল জনস্বাস্থ্য আন্দোলন নয়, এটি সামাজিক ন্যায়বিচারের আন্দোলন—যা আমাদের সকলের নিঃশ্বাসের অধিকার ও আসক্তিমুক্ত জীবনের অধিকার রক্ষা করে।
বাংলাদেশের তরুণরা যখন আন্তর্জাতিক পরিসরে দেশের প্রতিনিধিত্ব করছে, তারা আসলে বৈশ্বিক তামাক নিয়ন্ত্রণ আন্দোলনের ভবিষ্যৎকে সংজ্ঞায়িত করছে। তাদের অদম্য ইচ্ছাশক্তি ও নেতৃত্ব প্রমাণ করে—একটি তামাকমুক্ত প্রজন্ম আর কেবল স্বপ্ন নয়, এটি বাস্তবে রূপ নিচ্ছে—যা গড়ে উঠছে তাদের আবেগ, উদ্দেশ্য ও জীবনের প্রতি দায়বদ্ধতার শক্ত ভিত্তির ওপর।

লেখক: মিডিয়া ম্যানেজার, ঢাকা আহছানিয়া মিশন

 

#তামাকমুক্ত_বাংলাদেশ #YouthLeadership #TobaccoControl #GlobalHealth
#AhsaniaMission #PublicHealth #YouthAdvocacy #EndTobacco #NicotineFreeFuture
#BangladeshYouth #HealthyFuture

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *