‘মাটির মেয়ের আকাশ ছোঁয়ার গল্প’- এই শ্লোগান নিয়ে পথ চলা জবা নাটকটি খুব অল্প দিনেই সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এবং দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। ২০২৩ সালের ১ জানুয়ারি নাটকটি দীপ্ত টিভিতে প্রথম প্রচার শুরু হয়ে এখনও পর্যন্ত জনপ্রিয়তা ধরে রেখেছে। যে কারণে মাত্র ৮ মাসের মধ্যে নাটকটি দুইশ পর্বের মাইলফলক অর্জন করতে যাচ্ছে। ড্রামা, সাসপেন্স ও রোমান্সে পরিপূর্ণ জবা নাটকটিতে নতুন নতুন চমক যেমন থাকছে, পাশপাশি থাকছে বিভিন্ন বৈচিত্রময় চরিত্রের সন্নিবেশ। যে কারণে সাধারণ দর্শক থেকে শুরু করে সব শেণির দর্শক নাটকটি গ্রহণ করেছে। আগামী ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় জবা নাটকের ২০০তম পর্ব দীপ্ত টিভিতে সম্প্রচার হবে। নতুন নতুন পর্ব নিয়ে প্রতিদিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে দেখা যাবে জবা নাটকটি। এছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।
নাটকের গল্পে দেখা যায়, গ্রামের দুরন্ত মেয়ে জবার বিয়ে হয়ে যায় পুরান ঢাকার মিঠুর সাথে। স্বামী মিঠু স্বভাবে নম্র-ভদ্র হলে কী হবে, তার মা বিলকিস বেগমের ভীষণ মেজাজ। তালুকদার বাড়িতে পান থেকে চুন খসতে পারে না বিলকিস বেগমের অনুমতি ছাড়া। বাড়ির সবচেয়ে ছোট ছেলে মিঠুর জন্য বিলকিস চেয়েছিলেন শান্ত-ভদ্র সংসারী এক মেয়ে। কিন্তু জবা ঠিক তার উল্টো। ছেলে মিঠুর মন রাখতে বাড়িতে বৌ করে আনতে বাধ্য হয় চঞ্চল ও প্রতিবাদী জবাকে। বিলকিস নিজের মতো করে জবাকে গড়ে নিতে চাইলে তৈরি হয় সম্পর্কের দ্বন্দ্ব।
আশিস্ রায়ের নির্দেশনায় ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন ডলি জহুর, অরুণা বিশ্বাস, রেজমিন সেতু, সোহান খান, শানারেই দেবী শানু, আইনুন পুতুল প্রমুখ। জবা নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন নাসিমুল হাসান এবং সংলাপে সরোয়ার সৈকত। নাটকটির লাইন প্রোডিওসার হিসেবে আছেন জাহিদুল ইসলাম।