শুক্রবার, মে ৩Dedicate To Right News
Shadow

রাঙ্গামাটি সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন মনিরা পারভীন

Spread the love

২০২৩ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাঙ্গামাটি সদর উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন মনিরা পারভীন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

জাতীয় পর্যায় সাংস্কৃতিক অঙ্গনে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে। উল্লেখ্য যে, সাংস্কৃতিক অঙ্গনে তিনি মনি পাহাড়ী নামে খ্যাত। তিনি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র “মনপুরা” র সহকারী পরিচালক ছিলেন। শিক্ষকতা পেশায় আসার পূর্বে তিনি চাকরি করছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএটিভি এবং নাগরিক টেলিভিশনে।

তিনি ছাত্রজীবন থেকেই থিয়েটারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। ২০০৩ সাল থেকে তিনি ইউনিসেফ এর “আনন্দময় স্কুল “প্রজেক্টে ফ্রিল্যন্স প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন ৬৪ জেলার নাট্যকর্মী ও শিক্ষক প্রতিনিধিদের সাথে। পরবর্তীতে তিনি কিশোের বিশোরীর প্রজনন স্বাস্থ্য প্রজেক্টে ইউএনএফপিএ -তে চুক্তিভিত্তিক কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন।

মনিরা পারভীন এর “আলোর মানুষ তুমি” নামক একটি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে। এছাড়া গবেষণামূলক প্রযোজনা “সহস্রাব্দের পাঁচালী”, থিয়েটার এর উপর ধারাবাহিক প্রবন্ধ ” থিয়েটার-ভ্রুণ থেকে বৃক্ষ”, সচেতনতামূলক নাটক, প্রামান্যচিত্রের স্ক্রিপ্ট “বাহার বাহারে” সহ লেখার ক্ষেত্রে বেশ সুনাম রয়েছে তাঁর। মনিরা পারভীন এর ভাবনা ও পরিকল্পনায় বহু টিভি অনুষ্ঠান রয়েছে যা বহুল আলোচিত ও বেশ সমাদৃত।

একেবারে ছোটবেলা থেকে অভিনয়, আবৃত্তি, নৃত্য, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, বই পড়া প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, দাবা খেলাসহ নানান ক্ষেত্রে তাঁর বহু পুরস্কার রয়েছে। তাঁর উপস্থাপনশৈলীতে তথ্য ও সেন্স অব হিউমারের সংমিশ্রণ সকলের মন জয় করে নেয়।

মনিরা পারভীন জাতীয় পর্যায়ের নাট্যদল “গতি থিয়েটার” এর সভাপতি। এই দলটি বিগত আট বছর ধরে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদান পেয়ে আসছে। দেশের বাইরে উল্লেখযোগ্য বহু নাট্যোৎসবে তিনি অংশ নিয়েছেন। তিনি ২০০৮ সালে আরণ্যক নাট্যদলের সদস্য হিসেবে রাষ্ট্রীয় সফরে দক্ষিণ কোরিয়া ভ্রমণ করেন।

মনিরা পারভীন বিবিসি মিডিয়া একশন এর চুক্তিভিত্তিক ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। তাছাড়া তিনি রেডিও বাংলাদেশ ঢাকা’র গ্রেড “এ” এর তালিকাভুক্ত অভিনয়শিল্পী।

সাংস্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক, মানবিক ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ মনিরা পারভীন আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের সংগঠন হতে একাধিক সম্মাননা পেয়েছেন।

মনিরা পারভীন জীবনে যেখানে কাজ করেছেন সেখানেই সুনাম অর্জন করেছেন তাঁর সৃজনশীলতা, নিবিষ্টতা ও বুদ্ধিমত্তার জন্য। শিক্ষাক্ষেত্রেও এর ব্যত্যয় হয়নি। তিনি তাঁর মেধা, দক্ষতা, সৃজনশীলতা ও বিচিত্র অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিবিড় যত্ন ও মমতায় গড়ে তুলছেন শিক্ষার্থীদের যা সুন্দর বর্তমান ও ভবিষ্যতের বার্তা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *