বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২Dedicate To Right News
Shadow

আসছে সৈয়দ রেজা আলী’র গিটার ইন্সট্রুমেন্টাল অ্যালবাম

Spread the love
যেখানে এই সময়ের সংগীত শিল্পীরা পাড়ি জমাচ্ছেন বিভিন্ন দেশে সেখানে ব্যতিক্রম এই প্রজন্মের সংগীত শিল্পী ও সুরকার সৈয়দ রেজা আলী। দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করেছেনতিনি। ব্যাংক চাকরি সব ছেড়ে শুধুমাত্র গানের জন্য দেশে ফিরেছেন। ছোটবেলা থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল সৈয়দ রেজা আলীর। অস্ট্রেলিয়ায় খেলতেন। ক্রিকেটে এগিয়েছিলেন বহুদূর। কিন্তু হঠাৎই চিন্তা আসলো বাংলাদেশে জন্ম নিয়ে অন্য দেশের হয়ে ক্রিকেট খেলা সম্ভব না তাই ক্রিকেট থেকে দূরেই চলে আসেন একসময়। অস্ট্রেলিয়ান সেনাবাহিনীতে চাকরি পেয়েও চাকরি করেননি সৈয়দ রেজা আলী। গিটারের প্রতি ভালোবাসাটা কৈশোর থেকেই। সময় পেলেই গিটার নিয়ে বসে পড়তেন আর গাইতেন নিজের পছন্দের সব গান। ২০১৯ সালে অস্ট্রেলিয়া ছেড়ে বাংলাদেশে চলে আসেন তিনি। তার আগে তিনি ২০১১ তে অস্ট্রেলিয়ায় আইয়ুব বাচ্চুর সাথে পারফর্ম করেন। ২০১৮ তে বাজান মাকসুদ হক এর সঙ্গে। বর্তমানে শাফিন আহমেদ এর সঙ্গে ভয়েস অব মাইলস এ গিটার বাজান এই সংগীত শিল্পী। ব্রহ্মপুত্র বাংলাদেশ ব্যান্ডের সদস্য তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাদের ব্যান্ডের গান ‘পারবেনা ফিরতে’। এছাড়াও তিনি তার নিজস্ব একটি অ্যালবাম নিয়ে কাছ করছেন। ‘বিষাক্ত সুর’ শিরোনামের একটি গান ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন প্লাটফর্মে জনপ্রিয়তা পেয়েছে। সংগীত শিল্পী সৈয়দ রেজা আলী ইতিমধ্যেই বেশ কিছু জনপ্রিয় গানে কন্ঠ দিয়েছেন। এবার একক গিটার ইন্সট্রুমেন্টাল অ্যালবাম করছেন তিনি। মূলত গিটার দিয়েই হবে সব কম্পোজিশন।
সৈয়দ রেজা আলী বলেন, আমি মিউজিক করার জন্যই বাংলাদেশ এ চলে এসেছি, চাকুরী ছেড়েছি। গান যেমন আমার সঙ্গে মিশে আছে তেমনি আমি ও গানের সঙ্গে মিশে আছি। তাই শ্রোতাদের জন্য আগামীতে আরও ভালো ভালো কাজ নিয়ে আসব। দর্শকদের উদ্দেশ্যে এতোটুকুই বলব বাংলা গান শুনুন বাংলা গানের পাশে থাকুন।
আগামী ২৫ সেপ্টেম্বর গিটার ইন্সট্রুমেন্টাল অ্যালবামের প্রথম ট্র্যাক মুক্তি পাবে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সৈয়দ রেজা আলী’ থেকে। গিটার ইন্সট্রুমেন্টাল অ্যালবামের নাম হলো ‘মিক্সচার অব ইমোশন’ এবং গানের নাম ‘দ্য ইস্টার্ণ সাইড অব নেইল’ । এছাড়াও এই বছরেই সম্পূর্ণ অ্যালবামটি প্রকাশ পাবে বিভিন্ন প্ল্যাটফর্মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *