সোমবার, নভেম্বর ৪Dedicate To Right News
Shadow

আসছে ‘দ্য ক্রিয়েটর’

Spread the love

টেনেটের ব্যাপক সাফল্যের পর, জন ডেভিড ওয়াশিংটন মানবতার লড়াই করার জন্য গ্যারেথ এডওয়ার্ডসের সাই-ফাই সিনেমা ‘দ্য ক্রিয়েটর’ নিয়ে ফিরে আসছেন। মুভিতে ডেভিড ওয়াশিংটনের চরিত্রটিকে মানবতার সৈনিক হিসাবে দেখানো হয়েছে যা মানবতার সাম্প্রতিক বিকশিত শত্রুর বিরুদ্ধে লড়াই করতে দেখা গেছে।

সামনের দশকে যে প্রযুক্তি সবথেকে বেশি ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে তা হল কৃত্রিম বুদ্ধিমত্তা, যাকে ইংরেজিতে AI আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বলে। যদিও বিগত কয়েক বছরে AI- এর বিকাশ, অনেককে মুগ্ধ ও আনন্দিত করেছে পাশাপাশি অনেক বেশি উদ্বিগ্ন করেছে৷ স্বাস্থ‍্য, শহর ব‍্যবস্থাপনা, বিভিন্ন সেক্টরে মানব শ্রম প্রতিস্থাপন, সাইবার নিরাপত্তা সহ অনেক ক্ষেত্রেই এর ব‍্যপক ব‍্যবহার ব্যাপকভাবে শুরু হয়েছে। অনেক লোক ভয়ানক কাজের নিরাপত্তাহীনতায় ভুগছে, শিল্পী এবং লেখকরাও ইতিমধ্যে তাদের পিঠে কিছুটা তাপ অনুভব করতে শুরু করেছেন।

এছাড়া অন‍্যান‍্য ক্ষেত্রেও এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব‍্যবহারের চেষ্টা চলছে। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জন‍্য হুমকি হয়ে দাড়িয়ে যেতে পারে। অস্তিত্বের লড়াইয়ের টিকে থাকার যুদ্ধ নিয়ে এগিয়ে যাবে প্রাক্তন ফুটবলার থেকে অভিনেতা হয়ে উঠা জন ডেভিড ওয়াশিংটনের ‘দ্য ক্রিয়েটর’ সিনেমার কাহিনী।

আগামী ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য ক্রিয়েটর’। আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *