
নিজস্ব প্রযোজনায় নাটক নির্মাণে প্রচারের শুরু থেকেই দীপ্ত টিভি অগ্রাধিকার দিয়ে আসছে গুণি এবং প্রতিভাবান অভিনয়শিল্পীদের। দীপ্ত’র বেশিরভাগ দীর্ঘ ধারাবাহিকেই মূল চরিত্রে অভিনয়ে অগ্রাধিকার পেয়ে আসছে মঞ্চাভিনয় শিল্পী বা সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী অভিনেতা অভিনেত্রীরা। তারই ধারাবাহিকতায় আসন্ন নতুন ধারাবাহিক ‘দেনা পাওনা’র জন্যও বাছাই করা হচ্ছে শিল্পীদের। এই বাছাইপ্রক্রিয়া এবার ঢাকাসহ চলছে চট্টগ্রাম ও রাজশাহীতেও। চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে ৮ অক্টোবর হয়ে গেল প্রথম অডিশন। রাজশাহীর অডিশন ১১ অক্টোবর (রাজশাহী শিশু একাডেমি) এবং ঢাকায় দীপ্ত টিভির নিজস্ব ভবনে অডিশন ১৭ ও ১৮ অক্টোবর। আগ্রহী শিল্পীদের অতিসত্ত্বর যথাযথ প্রক্রিয়ায় দীপ্ত টিভির সাথে যোগাযোগ করতে এবং চোখ রাখতে বলা হচ্ছে দীপ্ত টিভির অফিশিয়াল ফেসবুক পেজে। অনলাইনে ছবি ও সিভি পাঠানোর ঠিকানা: audition@deepto.tv
অডিশন নিয়ে দীপ্ত টিভির অনুষ্ঠান প্রধান এজাজ উদ্দিন আহমেদ বলেন ‘চট্টগ্রামে প্রথম দিনের অডিশনে ভালো অভিনয় শিল্পী পেয়েছি। আমরা আশা করছি দেনা পাওনা নাটকে ঢাকার বাইরের শিল্পীদের দীপ্ত টিভির সাথে যুক্ত করতে পারব।‘
দীপ্ত টিভির প্রযোজনায় নাটকটির চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক এবং পরিচালনায় আছেন গোলাম মুক্তাদির।
রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিতব্য ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’র শুটিং শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই।