বৃহস্পতিবার, অক্টোবর ১০Dedicate To Right News
Shadow

জিপিস্টার গ্রাহকদের জন্য কিভা হান ও বাও’য়ে বিশেষ অফার

Spread the love

জনপ্রিয় ফুড আউটলেট কিভা হান ও বাও’য়ের সাথে ফ্ল্যাগশিপ উইকেন্ড অফার ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’ আনল গ্রামীণফোন। জিপিস্টার গ্রাহকদের জন্য ফ্রাইডে’কে আরো স্পেশাল করে তুলতে এই অফারটি এনেছে অপারেটরটি। এই বিশেষ অফারে কিভা হান ও বাও’য়ের মেনুতে থাকা বৈচিত্র্যময় ও অনন্য সব আইটেম উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

জিপিস্টার গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গ্রামীণফোনের একটি বিশেষ উদ্যোগ ফ্যান্টাস্টিক ফ্রাইডে। এর মাধ্যমে গ্রাহকদের ছুটির দিনগুলোকে আনন্দময় করে তুলতে বিভিন্ন লাইফস্টাইল বেনিফিট প্রদান করা হয়। এবার গ্রাহকদের মিষ্টি ও অন্যান্য সুস্বাদু খাবারের চাহিদা পূরণ করে দ্বিগুণ আনন্দ দিতে কিভা হান ও বাও’য়ের সাথে ফ্যান্টাস্টিক ফ্রাইডে অফার আনল কোম্পানিটি।

গ্রামীণফোনের হেড অব মার্কেটিং ফারহা নাজ জামান বলেন, “গ্রামীণফোনে সবসময় আমাদের লক্ষ্য হচ্ছে গ্রাহকদের অনন্য অভিজ্ঞতা প্রদান করা। সেই অঙ্গীকারের প্রতিফলন হচ্ছে ফ্যান্টাস্টিক ফ্রাইডে ক্যাম্পেইন, যার মাধ্যমে আমরা গ্রাহকদের ছুটির দিনগুলোয় আনতে চাই জাদুর ছোঁয়া। কিভা হান ও বাও’য়ের সাথে চুক্তির মাধ্যমে জিপিস্টার গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার ও ছাড় আনতে পেরে আমরা আনন্দিত; যা তাদের প্রিয়জনদের সাথে দেবে আনন্দময় সব মুহূর্ত।

কিভা হান গ্রুপ্পো’র ম্যানেজিং ডিরেক্টর সমিত বিন সালমান বলেন, “ফ্যান্টাস্টিক ফ্রাইডে উদ্যোগের জন্য গ্রামীণফোনের সাথে অংশীদারিত্ব করতে আমরা পেরে অনেক আনন্দিত। শুক্রবারগুলো আসলে উপভোগ করার জন্য, এবং এই অংশীদারিত্বের ফলে আমাদের জিপিস্টার বন্ধুরা আরো কিছুটা বাড়তি মধুরতা উপভোগ করতে পারবেন। কিভা হান ও বাও’য়ে আপনাদের প্রত্যাশায় আমরা।”

ক্যাম্পেইনটির আওতায় শুক্রবার কিভা হানের যেকোনো আউটলেটে প্রথম ২০ জন জিপিস্টার গ্রাহক বিনামূল্যে উপভোগ করতে পারবেন তাদের জনপ্রিয় রেড ভেলভেট কেক। পাশাপাশি দিনব্যাপী তাদের যে কোন মেনুতে জিপিস্টার গ্রাহকরা পাবেন ১৫ শতাংশ ছাড়। অফারটি গ্রহণ করতে কিভা হানের যেকোনো আউটলেটে গিয়ে কিউআর কোড স্ক্যান করতে অথবা “KIVA” লিখে ২৯০০০ নাম্বারে পাঠানোর পর ফিরতি মেসেজটি কাউন্টারে দেখাতে হবে।

অনন্য ও জনপ্রিয় অফারের জন্য সুপরিচিত বাও’য়েও রয়েছে ফ্যান্টাস্টিক ফ্রাইডে’র অফার। শুক্রবার বাও’য়ের যেকোনো আউটলেটে প্রথম ২০ জন জিপিস্টার গ্রাহক বিনামূল্যে উপভোগ করতে পারবেন চিকেন তেরিয়াকি বাও। পাশাপাশি দিনব্যাপী তাদের মেনুতে ১৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন জিপিস্টার গ্রাহকরা। অফারটি গ্রহণ করতে বাও’য়ের যেকোনো আউটলেটে গিয়ে কিউআর কোড স্ক্যান করতে অথবা “BAO” লিখে ২৯০০০ নাম্বারে পাঠানোর পর ফিরতি মেসেজটি কাউন্টারে দেখাতে হবে ।

আগামী ২৮ জুন, ২০২৪ পর্যন্ত ফ্যান্টাস্টিক ফ্রাইডে ক্যাম্পেইনটি চলবে। কিভা হান ও বাও’য়ের ঢাকা ও সিলেটের সকল আউটলেটে অফারটি উপেভোগ করতে পারবেন গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *