ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে এক সমঝোতা স্মারকে চুক্তি গত ৬ মে, ২০২৪ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দিন আহমেদ এবং ইবনে সিনা ট্রাস্টের অতিরিক্ত পরিচালক ও হেড অব বিজনেস ডেভলপমেন্ট এএনএম তাজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এসময়ে ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সৈয়দ রইস উদ্দিন, ইমরান আহমেদ ও মো. আব্দুল মতিন এবং ইবনে সিনা ট্রাস্টের একাউন্স এন্ড ফিন্যান্সের জেনারেল ম্যানেজার গোলাম মর্তুজা মাসুদ, ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড ইমেজিং সেন্টারের সিনিয়র এজিএম এন্ড এডমিন ইনচার্জ মুহাম্মদ শফিকুল ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ ও তাদের পরিবারবর্গ ইবনে সিনা হাসপাতালের বিভিন্ন ধরণের সেবায় বিশেষ ছাড় পাবেন।