বৃহস্পতিবার, ডিসেম্বর ১২Dedicate To Right News
Shadow

দীপ্ত টিভিতে আসছে তুর্কি ধারাবাহিক ‘বাহার‘ এর নতুন সিজন

Spread the love

সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শুরু হচ্ছে দীপ্ত টিভিতে আসছে তুর্কি ধারাবাহিক ‘বাহার‘ এর নতুন সিজন। এটি প্রচারিত হবে সেপ্টেম্বর মাসের প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত ৯টায়।

ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। ধারাবাহিকটি প্রযোজনা করেছেন তসলিমা তাহরিন। চরিত্র ও কন্ঠাভিনেতারা হলেন- বাহার চেশমেলি (মেরিনা মিতু), সার্প চেশমেলি (শফিকুল ইসলাম), নিসান চেশমিল (নাদিয়া ইকবাল ইকরা), দোরুক চেশমিল (আনিরা মিশেল রিভা), আরিফ (আলবিনো জর্জ পাইক), এনভার সারিকাদি (অশোক কুমার বসাক), হাতিজে সারিকাদি (জয়শ্রী মজুমদার লতা), শিরিন সারিকাদি (নিগার সুলতানা মিমি), জেইদা (ইন্দ্রানী ঘটক), জালে দেমির (নাহিদ আখতার ইমু), এমরে (মরু ভাস্কর ), ইয়েলিয (পর্ণা মিটিল্ডা কস্তা)।

কাহিনি সংক্ষেপ: বাহারের জীবনে সার্প ফিরে আসবে কি আসবে না! এই সংশয় নিয়েই শুরু হচ্ছে দ্বিতীয় সিজনের গল্প। নিজের আবেগ আর ইন্দ্রিয় জ্বালায় সার্প যখন পাগলের মতো ছুটে বেড়াচ্ছে বাহার, নিসান আর দোরুকের সন্ধানে, তখনই আরিফের সাথে বাহারের সম্পর্ক আরও পরিণত হতে থাকে। বাহার কি তবে সার্পকে ভুলে আরিফকে নিয়েই নতুন জীবন সাজানোর স্বপ্ন দেখছে! বাহারের স্বপ্ন যাই হোক, ওর বেঁচে ওঠার একমাত্র অবলম্বন চিরশত্রু শিরিন কি ওকে বোন ম্যারো দিয়ে সাহায্য করবে? নাকি সার্পের অস্তিত্ব গোপন করতে মেতে উঠবে কোন নতুন ষড়যন্ত্রে! শিরিনের এই ষড়যন্ত্রে কি যোগ দেবে পিরিল আর সুয়াতরাও! নাকি শিরিনের চেয়েও ভয়ংকর থাবা নিয়ে সার্প আর বাহারদের তাড়িয়ে বেড়াবে কোন বিষাক্ত অতীত! জীবনের এই মঞ্চ কোথায় নিয়ে দাঁড় করাবে বাহার আর সার্পকে? এই ঘূর্ণিপাকে কী পাবে আর কী বা হারাবে আরিফ, জেইদা আর ইয়েলিযরা! দেখতে হলে চোখ রাখুন দীপ্ত টিভির পর্দায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *