আসছে কণ্ঠশিল্পী মোহাম্মদ ইলিয়াছের নতুন গান। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে রেমো বিপ্লবের সুর-সংগীতায়োজনে মোহাম্মদ ইলিয়াছের দুইটি গান প্রকাশের কথা রয়েছে। গানগুলোর শিরোনাম হলো- ‘এ বুকের পাজরে’ এবং ‘না জানিয়া ভালবেসে’। গানগুলোর কথা লিখেছেন মোহাম্মদ ইলিয়াছ নিজেই। আর গানগুলো প্রকাশিত হবে জি সিরিজ ও সাউন্ডটেক থেকে।
এ প্রসঙ্গে রেমো বিপ্লব বলেন, ‘আগের গানগুলো করতে গিয়ে মোহাম্মদ ইলিয়াছের সঙ্গে আমার খুব ভালো একটা বোঝাপড়া তৈরি হয়েছে। ফলে আমরা দুজনই দুজনের সঙ্গে কাজ করতে পছন্দ করি। উনার নিজস্ব একটা ঘরানা আছে। সেই ঘরানাতেই এই গানগুলো তৈরি করেছি। আশা করি গানগুলো শ্রোতারা ভালোভাবেই গ্রহণ করবে।’
উল্লেখ্য, মোহাম্মদ ইলিয়াছের বাড়ি ভোলা চরফ্যাশন উপজেলার রসুলপুর গ্রামে। জি সিরিজের ব্যানারে “জিন্দালাশ” গানটি দিয়ে আলোচনায় আসেন ইলিয়াছ। সেই গানটির সাফল্যের পর এখন নিয়মিতই নতুন গান প্রকাশ করছেন তিনি। চলতি বছরই গরিব সঞ্জয় ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার ‘কান্দাইলো দুই আখি’ শিরোনামের গানটি। এছাড়া এর আগে সুরকার-সংগীত পরিচালক এফএ সুমনের সুরে তিনটি গানে কণ্ঠ দিয়েছিলেন ইলিয়াছ।