সোমবার, সেপ্টেম্বর ৯Dedicate To Right News
Shadow

সেরা ব্রাইডাল মেকআপ আর্টিস্ট জাহিদ খান

Spread the love

সেরা ব্রাইডাল মেকআপ আর্টিস্টের সম্মাননা হিসেবে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড-২০২১’ পেলেন স্বনামধন্য ব্রাইডাল মেকআপ আর্টিস্ট জাহিদ খান। গত ১ সেপ্টেম্বর রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে জাহিদ খানকে এ সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানে জাহিদ খানের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোঃ মুরাদ হাসান।

এ প্রসঙ্গে জাহিদ খান বলেন, যে কোন সম্মাননাই আমাকে কাজের জন্য উৎসাহ জোগায়। বিশেষত সে সম্মাননা যদি পাওয়া যায় নিজের দেশ থেকে, তবে তা নিঃসন্দেহে অনেক বেশি আনন্দের হয়। আমি ধন্যবাদ দিতে চাই আয়োজকদের যারা আমাকে এরূপ সম্মাননা দিয়ে সম্মানিত করেছেন।

মিরর ম্যাগাজিন আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরেফিন শুভ, তানজিন তিশা, নুসরাত ফারিয়া, জোভান, কনা, পূজা চেরী সহ স্বনামধন্য আরো অনেক সেলিব্রেটিদেরকে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড-২০২১’ প্রদান করা হয়। অনুষ্ঠানের মূল সমন্বয়ক ছিলেন মিরর ম্যাগাজিনের ভাইস প্রেসিডেন্ট মালা খন্দকার। এছাড়া সংসদ সদস্য বীরেণ শিকদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ব্রাইডাল মেকআপকে জাহিদ খান নিয়ে গিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে। ফলশ্রুত তার কাজের স্বীকৃতিস্বরূপ এর আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। এগুলোর মধ্যে অন্যতম- ভারতে ‘পঞ্চকবি সম্মাননা-২০১৮’-তে বাংলাদেশ থেকে ‘সেরা মেকআপ আর্টিস্ট’-এর সম্মাননা, মুম্বাইয়ে ‘বেস্ট এন্ড মোস্ট রিনাউন্ড মেকআপ আর্টিস্ট ইন বাংলাদেশ’ হিসেবে ‘গ্লোবাল বিজনেস অ্যাওয়ার্ড’, থাইল্যান্ডের ব্যাংককে ‘মিলেনিয়াম ব্রিলিয়েন্স অ্যাওয়ার্ড-২০১৯’, ‘সাউথ এশিয়ান আইকনিক স্টার অ্যাওয়ার্ড-২০২১’ প্রভৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *