বৃহস্পতিবার, এপ্রিল ২৫Dedicate To Right News
Shadow

ভারতের ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে স্বপ্নদলের ‘হরগজ’

Spread the love

ভারতের পশ্চিমবঙ্গের স্বনামখ্যাত নাট্যসংগঠন থিয়েটার শাইন আয়োজিত ৩রা সেপ্টেম্বর থেকে চলমান সপ্তাহব্যাপী ‘ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল ২০২১’-এর ভার্চুয়াল পর্বে প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের নাট্যসংগঠন স্বপ্নদলের প্রশংসিত প্রযোজনা ‘হরগজ’। নাট্যাচার্য সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। আগামী ৭ই সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় (ভারত সময় সন্ধ্যা সাতটা) থিয়েটার শাইনের ফেসবুক পেজ (https://www.facebook.com/THEATRE-SHINE-142951079143319) ও ইউটিউিব চ্যানেল থেকে সম্প্রচার হবে ‘হরগজ’ প্রযোজনাটি।

এ ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে বাংলাদেশ ছাড়্ওা ইরান এবং ভারতের নানাস্থানের পাঁচটি দর্শকনন্দিত নাট্যপ্রযোজনা অন্তর্ভুক্ত রয়েছে।

দীর্ঘদিন পূর্বে বাংলাদেশের মানিকগঞ্জ জেলার হরগজ-এ সংঘটিত প্রলয়ঙ্করী টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে সেলিম আল দীন ‘হরগজ’ নাটকটি রচনা করেন। প্রায়-আণবিক বিস্ফোরণতুল্য সে ঝড়ের পরে প্রথম উদ্ধারকারী দলের সেখানে গমন এবং আকৃতির জগত থেকে তাদের হঠাৎ নিরাকৃতির জগতে উপস্থিত হবার প্রতিক্রিয়া ও পরিণতি নিয়েই নাটকটি আবর্তিত। কাব্যিক এ প্রযোজনায় শেষ পর্যন্ত হরগজ যেন তাদের সামনে রূপান্তরিত হয় বিশ্বব্যাপী ভাঙা মানব ভুবনের রূপক রূপে। যেখানে কোনো মানুষই আর সম্পূর্ণ নেই! ধর্মগ্রন্থের আদলে রচিত ‘হরগজ’-এ নাট্যকার ত্রাণদল প্রধান আবিদের মাধ্যমে এক নব্যকালের যিশুখ্রিস্টকে দৃশ্যমান করেছেন। যে ত্রাণদাতা রূপে উপস্থিত হয়ে দুর্গত মানুষের প্রতি সহমর্মিতায় সময়ের ব্যবধানে নিজেই যেন আর্তে পরিণত হয়। আর পাশাপাশি দর্শক মুখোমুখি হয় এক অভূতপূর্ব অভিজ্ঞতার! প্রযোজনাটির আলোক পরিকল্পনায় রয়েছেন ঠা-ু রায়হান, মঞ্চ পরিকল্পনায় ফজলে রাব্বি সুকর্ন এবং প্রযোজনা-ব্যবস্থাপনায় রয়েছেন শিশির সিকদার।

প্রসঙ্গত, এবার নিয়ে স্বপ্নদলের ‘হরগজ’, ‘হেলেন কেলার’, ‘ডাকঘর’ ও ‘জাদুর প্রদীপ’ প্রভৃতি প্রযোজনা কোভিডকালের অনন্য-উদ্ভাবন আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালের ১২টি আসরে প্রদর্শিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *