লেখিকা সংঘের স্বর্ণপদক পেলেন নাট্যকার লিপি মনোয়ার
বাংলাদেশ লেখিকা সংঘের ৫০ বছর পুর্তিতে নাটক রচনা ও কথাসাহিত্যে কবি তাইবুন নাহার রশীদ স্বর্ণপদক পেলেন ড. লিপি মনোয়ার। গত ৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে লেখিকা সংঘের সুবর্ণজয়ন্তীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। সকাল ১১টা থেকে শুরু হওয়া দিনব্যাপী অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন, নাট্যব্যত্বি মামুনুর রশীদ, দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমীমা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ভীস্মদেব চৌধুরী, কবি নাসির আহমেদ,কবি দিলারা হাফিজ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখিকা সংঘের সভাপতি প্রফেসর অনামিকা হক লিলি। তাসনুভা মোহনার উপস্থাপনায় বর্ণাঢ্য এ অনুষ্ঠানে গান পরিবেশন করেন ড. নাশিদ কামাল ও গণমুখী গানের শিল্পী সায়ান।
বহুমুখী প্রতিভায় উদ্ভাসিত লিপি মনোয়ার লেখালেখির জগতে এক সুপরিচিত নাম। একাধারে যিনি লেখক, নাট্যকার, প্রযোজক ...