
পাহাড়ের সবচেয়ে বড় উৎসবে অনুদানপ্রাপ্ত নাট্যদল “তৈনগাঙ থিয়েটার”
পাহাড়ের সবচেয়ে বড় উৎসব বিজু সাংগ্রাই বৈসুক বিষু বিহু ২০২৩ উপলক্ষে ৫ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে ৩ এপ্রিল থেকে ৭ এপ্রিল ২০২৩ খ্রি. পর্যন্ত। মেলায় নানান সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি চলছে ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন ও বিক্রয়। সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে প্রতিবছরের মতো এবারও নাটক প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এতে ভিন্ন ভিন্ন জাতিসত্তার তিনটি নাট্যদল নাটক মঞ্চস্থ করবে। এর মধ্যে তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী দ্বারা সৃষ্ট "তৈনগাঙ থিয়েটার" এবার অনুদানপ্রাপ্ত হয়েছে। নাটকটি তঞ্চঙ্গ্যা লোককাহিনী ছায়া অবলম্বনে রচিত হয়েছে। নাটকের রচনা ও নির্দেশনায় রয়েছেন নাট্যকার নির্দেশক আশিক সুমন। ৪ এপ্রিল ২০২৩ খ্রিঃ মঙ্গলবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে “তৈনগাঙ থিয়েটার” এর নতুন প্রযোজনা "রত্নমালা" মঞ্চস্থ হবে
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-রন্ত কুমার তঞ্চ...