
‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩’-এর আয়োজন সফল করতে তথ্যপ্রযুক্তিভিত্তিক বাণিজ্যিক সংগঠনগুলোর সঙ্গে বাক্কোর সমঝোতা চুক্তি
দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের জন্য নিবেদিত একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’-এর উদ্যোগে ও বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল’-এর সার্বিক সহযোগিতায় মে-জুলাই মাসব্যাপী দেশজুড়ে পালিত হতে যাচ্ছে বাংলাদেশের বিপিও শিল্পের সর্ববৃহৎ, শীর্ষ সম্মেলন “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩” । তার আনুষ্ঠানিক ঘোষণার উদ্দেশ্যে আজ রবিবার ২১ মে, ২০২৩ তারিখে রাজধানীস্থ এক কনফারেন্স হলে ‘মিট দ্য প্রেস’ শীর্ষক সংবাদ সম্মেলনের পর তথ্যপ্রযুক্তিভিত্তিক বাণিজ্যিক সংগঠনগুলোর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে বাক্কো।
এবারে পঞ্চমবারের মত বাক্কোর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বিপিও সামিট। সার্বিক সহযোগিতায় আছে বিজনেস প্রোমোশন কাউন্সিল। এছাড়াও এ আয়োজন সফল করতে সমঝোতা চুক্তি অনুসারে বাক্কোর সহযোগী হিসেবে থাকছে তথ্যপ্রযুক্তিভিত্ত...