সেরা ব্রাইডাল মেকআপ আর্টিস্ট জাহিদ খান
সেরা ব্রাইডাল মেকআপ আর্টিস্টের সম্মাননা হিসেবে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড-২০২১’ পেলেন স্বনামধন্য ব্রাইডাল মেকআপ আর্টিস্ট জাহিদ খান। গত ১ সেপ্টেম্বর রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে জাহিদ খানকে এ সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানে জাহিদ খানের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোঃ মুরাদ হাসান।
এ প্রসঙ্গে জাহিদ খান বলেন, যে কোন সম্মাননাই আমাকে কাজের জন্য উৎসাহ জোগায়। বিশেষত সে সম্মাননা যদি পাওয়া যায় নিজের দেশ থেকে, তবে তা নিঃসন্দেহে অনেক বেশি আনন্দের হয়। আমি ধন্যবাদ দিতে চাই আয়োজকদের যারা আমাকে এরূপ সম্মাননা দিয়ে সম্মানিত করেছেন।
মিরর ম্যাগাজিন আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরেফিন শুভ, তানজিন তিশা, নুসরাত ফারিয়া, জোভান, কনা, পূজা চেরী সহ স্বনামধন্য আরো অনেক সেলিব্রেটিদেরকে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড-২০২১’ প্র...