বৃহস্পতিবার, ডিসেম্বর ১২Dedicate To Right News
Shadow

বিশ্বের প্রথম ডিজিটাল ডাক টিকেট প্রদর্শনী

Spread the love

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আমরা গর্বিত জাতি যে বিশ্বের প্রথম ডাক টিকেট প্রদর্শনীর আয়োজন করেছি আমরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ে ওঠায় এই ঐতিহাসিক কাজটি আমরা করতে পেরেছি। এটি বাঙালী জাতির গর্ব, বাংলাদেশের গর্ব। এটি ভাবতেই বুকটা ভরে যায় যে কোন উন্নত বা পশ্চিমা দেশ নয় ডিজিটাল ডাক টিকেট প্রদর্শনী আমরা প্রথম করলাম। এই ধারাবাহিকতাতেই আমাদের ডাক অধিদপ্তর ডিজিটাল হচ্ছে। এর প্রারম্ভিক কাজ বেশ এগিয়েছে এবং আমাদের ডাক টিকেট বিশ্বের যে কোন প্রান্ত থেকে যে কেউ ডিজিটাল পদ্ধতিতে দেখতে পাবে।

মন্ত্রী আজ ১০ ডিসেম্বর ঢাকায় অনলাইনে ফেডারেশন অব ইন্টার এশিয়া ফিলাটেলির সহযোগিতায় বাংলাদেশ ফিলাটেলিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু ২০২১ শীর্ষক প্রথমবারের মতো ভার্চুয়াল স্মারক ডাকটিকেট প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তৃতায় এসব কথা বলেন।

বাংলাদেশ ফিলাটেলিক ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. কাজী শরীফুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: খলিলুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো: সিরাজ উদ্দিন, এফআইপি প্রেসিডেন্ট বার্নার্ড বেস্টন এবং এফআইএপি প্রেসিডেন্ট ড. প্রকোপ চিরাকীতি ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তৃতা করেন। বাংলাদেশ ফিলাটেলিক ফেডারেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বঙ্গবন্ধু ২০২১ শীর্ষক আন্তর্জাতিক ডাকটিকেট প্রদর্শনীকে আয়োজকদের একটি মহতি উদ্যোগ বলে উল্লেখ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক পরিমন্ডলে এই ধরণের প্রদর্শনী দেশের জন্য অত্যন্ত গৌরবের।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক এই আয়োজনের অংশীদার হবার জন্য সন্তোষ প্রকাশ করেন। অন্যান্য বক্তারা বিশ্বের প্রথম ডিজিটাল ডাক টিকেট প্রদর্শনীর আয়োজন করায় বাংলাদেশকে অভিনন্দিত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী ৩টি উদ্বোধনী খাম অবমুক্ত করেন। প্রদর্শনীটি দেখার জন্য www.bangabandhu2021.com ওয়েবসাইডটে লগ ইন করতে হবে।

পরে মন্ত্রী এই উপলক্ষ্যে একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *