
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সাধারণ শিক্ষা বিভাগ গত ২১ মে “পলাশী: জনশ্রুতি, বাস্তবতা ও স্মৃতি” শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। ইউল্যাবের সাধারণ শিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সেমিনারটি শুরু হয়। স্বাগত বক্তব্যে তিনি উপমহাদেশের ইতিহাসে পলাশী যুদ্ধের তাৎপর্য প্রসঙ্গে আলোচনা করেন।
সেমিনারের প্রধান বক্তা ইউল্যাবের দক্ষিণ এশিয়া স্টাডিজের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী তার বক্তব্যে দক্ষিণ এশিয়ার ইতিহাসের গতিপথ পরিবর্তনে পলাশী যুদ্ধের ভূমিকা তুলে ধরেন। তিনি আলোচনায় বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে অর্ন্তদৃষ্টি দেন, যা টেকসই উন্নয়ন লক্ষ্য- ৪ (বাংলাদেশের মানসম্পন্ন শিক্ষা) এবং ১১ (বিশ্ব প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা) পূরণে ভূমিকা রাখবে। পলাশীর যুদ্ধকে উপনিবেশবাদী দৃষ্টিভঙ্গি থেকে কীভাবে দেখা হয়েছিল সে বিষয়েও তিনি আলোকপাত করেন। তিনি আরও আলোচনা করেন যে, কীভাবে আজকের ইতিহাস-ঐতিহ্য এবং সংস্কৃতির প্রয়োজনে পলাশী যুদ্ধকে পুনর্লিখিত এবং পুর্ণমূল্যায়ন করা হয়।
সেমিনারে প্রধান আলোচক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদ পলাশী যুদ্ধের ইতিহাস প্রসঙ্গে প্রচলিত জনশ্রুতি এবং ইতিবাদবিদদের মূল্যায়নের পার্থক্যকে মূল্যায়ন করেন। ইউল্যাবের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও দেশের প্রতিথযশা ইতিহাসবিদ, গবেষক, শিক্ষাবিদ সেমিনারে উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন। সেমিনার শেষে উপস্থিত শিক্ষার্থীরা বহুনির্বাচনী প্রশ্ন পরীক্ষায় অংশগ্রহণ করে।