সোমবার, সেপ্টেম্বর ৯Dedicate To Right News
Shadow

কোক স্টুডিও বাংলা দ্বিতীয় সিজনে ফিরে এলো অনিমেষ

Spread the love

কোক স্টুডিও বাংলা-র দ্বিতীয় সিজনের তৃতীয় গান আসছে ১৮ মার্চ। গানটিতে অংশ নেবেন হাজং রকস্টার অনিমেষ রায়। প্রথম সিজনের প্রথম গান নাসেক নাসেক দিয়ে এই প্ল্যাটফর্মে অনিমেষের অভিষেক হয়েছিল। এবার তিনি একটি অরিজিনাল গান পরিবেশন করবেন, যা তার নিজের জীবন থেকে অনুপ্রাণিত। গানটিতে তিনি সামাজিক প্রত্যাশার চাপে মাথা নত না করে নিজের শেকড়ের প্রতি দায়বদ্ধ থাকা ও গানের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেছেন।
গানটিতে তার সাথে অংশ নেবেন ‘ডটার অফ কোস্টাল (Daughter of Coastal)’ নামে পরিচিত কক্সবাজারের র্যা প শিল্পী সোহানা। এই প্রথমবারের মতো উপকূলীয় শহরের কোনো শিল্পী কোক স্টুডিও বাংলা-র প্ল্যাটফর্মে অংশ নিয়েছেন। গানটি অনিমেষ রায়ের লেখা এবং এর সুর করেছেন সায়ন্তন মাংসাং।
নাসেক নাসেক গানটি দিয়ে গত বছর জনপ্রিয় হয়ে ওঠেন অনিমেষ। সারা বিশ্বে, এমনকি আইসিসি টিটুয়েন্টি বিশ্বকাপ চলাকালীন অ্যাডিলেডেও বেজেছিল এই গান। তার গান হাজং জনগোষ্ঠীর কথা তুলে ধরে। সেই সাথে বিশ্বের সামনে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশী তারুণ্যের প্রতীক। এই বছর তার একটি রক ভার্সন দেখতে পাবেন দর্শক-শ্রোতারা।
কোক স্টুডিও বাংলা-র অফিশিয়াল স্পটিফাই ও ইউটিউব চ্যানেলে দর্শক-শ্রোতারা গানটি উপভোগ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *