বৃহস্পতিবার, মে ৯Dedicate To Right News
Shadow

ইউনিভার্সিটি অফ স্কলার্স ও রংপুর রাইডার্সের `বোলারস হান্ট’

Spread the love

বাংলাদেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ স্কলার্স এবং রংপুর রাইডার্স যৌথভাবে নতুন বোলিং প্রতিভা সন্ধানের উদ্যোগ নিয়েছে। চলতি বিপিএল থেকেই বোলারস হান্ট নামের এই উদ্যোগে শুরু হয়েছে। এই হান্টের মাধ্যমে ইউনিভার্সিটি অফ স্কলার্সের পাঁচজন শিক্ষার্থী সুযোগ পাবে রংপুর রাইডার্সের নেট এ বোলিং করার।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব এ জানুয়ারির ১৪ ও ১৫ তারিখে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে থেকে পাঁচজন নির্বাচিত হন। নির্বাচিত শিক্ষার্থীরা রংপুর রাইডার্সের পেশাদার ক্রিকেটারদের কাছ থেকে বোলিং টিপস পাবেন এবং তাদের সাথে বোলিং করার সুযোগ পাবেন।

এ প্রসঙ্গে ইউনিভার্সিটি অফ স্কলার্সের ভাইস চেয়ারম্যান মো. আরিফুল হক সোহান বলেন, আমরা শুধু পড়াশুনা না বরং খেলাধুলায়ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে চাই। এই হান্টের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব জাগ্রত করতে চাই।

ফিটনেস ট্রেনার রুবাইয়াতুল হক ম্যাক বলেন, ইউনিভার্সিটি অফ স্কলার্স একটি অসাধারণ বিশ্ববিদ্যালয়। তারা শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। এই হান্টের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দক্ষতা উন্নত করার সুযোগ পাবে। ইউনিভার্সিটি অফ স্কলারশিপ ধন্যবাদ জানাচ্ছি রংপুর রাইডার্সকে এবারের বিপিএলে স্পনসর করার জন্য।

ইউনিভার্সিটি অফ স্কলার্সের সহকারী পরিচালক (প্রশাসন) অভিষেক রেজা বলেন, আমাদের দেশে খেলোয়াড়রা কমবেশি পড়াশোনার দিক দিয়ে পিছানো থাকে। আই স্কলার্স সাহায্য করে যাতে এই জিনিসটি ফিউচারে তারা না ফেস করে।

ইউনিভার্সিটি অফ স্কলার্সের সদস্য বোর্ড অফ ট্রাস্টি আব্দুল হাসিব সিদ্দিক বলেন, আমরা ভবিষ্যতেও এই হান্টের আয়োজন করব। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা খেলাধুলার মাধ্যমে উন্নতি করুক। ভবিষ্যতে রংপুর রাইডার্সের সাথে আরো অনেক উদ্যোগ নেওয়ারও আমাদের ইচ্ছা আছে। ইউনিভার্সিটি অফ স্কলার্সের বোলারস হান্ট একটি যুগান্তকারী উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা পেশাদার ক্রিকেটারদের কাছ থেকে টিপস পাবেন এবং তাদের সাথে বোলিং করার সুযোগ পাবেন। এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যতের জন্য অনেক উপকারী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *