
জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী পাসের দাবি জানালেন শিরিন আখতার, এমপি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলেছেন। এলক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী দ্রুত পাস করা দরকার বলে মনে করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার। ২০ সেপ্টেম্বর সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত ‘স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী দ্রুত পাস করার দাবি’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিরিন আখতার আরো বলেন, তামাক নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান স্ব উদ্যোগে তাদের প্রতিষ্ঠানকে তামাক মুক্ত করার উদ্যোগ নিতে পারে। জাতীয় সংসদ ভবন, জাতীয় প্রেসক্লাবের মতো আইকনিক প্রতিষ্ঠানগুলোকে যদি পুরোপুরি ধূমপান মুক্ত করা যায় তবে এটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। তামাক শ্রমিকদের স্বাস্থ্যগত ঝুঁকির কথা বিবেচ...