তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নের দাবিতে শপথ নিলো সহস্রাধিক শিক্ষার্থী
তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নের শপথ নিয়েছে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী। ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২২ উদযাপন উপলক্ষে, বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে 'বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং' আয়োজিত 'তামাক: পরিবেশের জন্য হুমকি' শীর্ষক আলোচনা সভায় এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়াও শিক্ষার্থীদের পক্ষ থেকে রেস্টুরেন্ট স্মোকিং জোন নিষিদ্ধ করে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
বিভিন্ন স্কুল, কলেজ, গার্লস গাইড, স্কাউটসের প্রায় সহস্রাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান এবং বিশ্ব স্ব...