সোমবার, ডিসেম্বর ৮Dedicate To Right News
Shadow

Tag: রবীন্দ্রনাথ ও নজরুল দুজনই জীবন ঘ‌নিষ্ঠ ক‌বি ছি‌লেন- শিক্ষা উপদেষ্টা

রবীন্দ্রনাথ ও নজরুল দুজনই জীবন ঘ‌নিষ্ঠ ক‌বি ছি‌লেন- শিক্ষা উপদেষ্টা

রবীন্দ্রনাথ ও নজরুল দুজনই জীবন ঘ‌নিষ্ঠ ক‌বি ছি‌লেন- শিক্ষা উপদেষ্টা

জাতীয়, শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, রব‌ীন্দ্রনাাথ ও নজরুল দুজনই জীবনঘ‌নিষ্ঠ ক‌বি ছি‌লেন। জীবনঘ‌নিষ্ঠ ব‌লেই তাঁরা মানু‌ষের কল‌্যাণ ও মনুষ‌্যত্বের বিকা‌শের কথা ব‌লে‌ছেন। আজ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিত মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্ যাপন উপলক্ষ্যে দৈশিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ও নজরুল পাঠ শীর্ষক আলোচনা সভায় উপদেষ্টা এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, মধ্যবিত্ত পরিবারে ছোটকাল থেকে বড় হয়েছি, রবীন্দ্রনাথ-নজরুল দুজনেই সেখানে ছিল। প্রতিটি মানুষের জীবনে সুখ, দুঃখ, আনন্দ, উল্লাস, ভালোলাগা, ভালবাসা, সমস্যা থাকতে পারে।কারো জীবন সংগ্রামী কিংবা স্বাছন্দের হতে পারে। সাহিত্য, কবিতা ও সঙ্গীত আমাদের জীবনের এবিষয়গুলো লাঘব করতে সহায়তা করে। তিনি বলেন, মধ‌্যযু‌গের ক‌বি ব‌লে‌ছেন, " সবার উপ‌রে মানুষ সত‌্য" নজরু‌লের ক‌ণ্ঠেও শু‌নে‌ছি , "মানু‌ষের চে‌য়ে বড়‌ কিছু নাই ন‌হে ...