বুধবার, নভেম্বর ১৯Dedicate To Right News
Shadow

দেশের প্রথম কসমেটিকা প্রদর্শনীতে সাজগোজের বিশেষ আয়োজন

Spread the love

১৯ আগস্ট রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দেশের প্রথম ‘কসমেটিকা: পারসোনাল কেয়ার অ্যান্ড হাইজিন শো-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই প্রদর্শনীতে ছিল দেশি-বিদেশি শতাধিক বিউটি ও পারসোনাল কেয়ার ব্র্যান্ড। এ প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ডসহ একাধিক দেশের বিখ্যাত কসমেটিকস ব্র্যান্ড, প্রস্তুতকারক, সরবরাহকারী, খুচরা বিক্রেতা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন । এখানে ছিল শতাধিক পণ্যের স্টল, লাইভ ডেমো, বিউটি কনসালটেশন, স্কিনকেয়ার বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় এবং উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগ।
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ংশিক ‘কসমেটিকা: পার্সোনাল কেয়ার অ্যান্ড হাইজিন শো ২০২৫’ শীর্ষক প্রদর্শনীটির উদ্বোধন করেছিলেন। দেশের শীর্ষস্থানীয় বিউটি রিটেইল ব্র্যান্ড সাজগোজ এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে তাদের বিশেষ স্টল নিয়ে।
প্রদর্শনীতে উপস্থিত দেশের শীর্ষস্থানীয় বিউটি রিটেইল ব্র্যান্ড সাজগোজ- এর সহ-প্রতিষ্ঠাতা সিনথিয়া ইসলাম বলেন, “যখন আমরা সাজগোজ শুরু করি, তখন মার্কেটে খুব বেশি বিউটি ব্র্যান্ড ছিল না। এখন অনেক নতুন প্রতিষ্ঠান এসেছে, যা বাজারের প্রসার নির্দেশ করে। আমরা সবাই মিলে ভোক্তাদের সচেতন করছি-আসল পণ্য, নিরাপদ ফর্মুলেশন ও সঠিক লেবেলিং নিয়ে। সচেতন ভোক্তা ভালো মানের পণ্য, ন্যায্য দাম ও সঠিক তথ্য বেছে নেবে, যা কোম্পানিগুলোকে বিনিয়োগ ও মান উন্নয়নে উৎসাহিত করবে। এই ইকোসিস্টেমে সবাই পরস্পরের সঙ্গে যুক্ত, একটি প্রতিষ্ঠানের সাফল্য পুরো ইন্ডাস্ট্রির উপকারে আসে।
এই ফেয়ারের আয়োজকদের ধন্যবাদ, আমাদের এমন একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যেখানে আমরা নেটওয়ার্কিং, অভিজ্ঞতা বিনিময় এবং ভোক্তাদের কাছে আরও কার্যকরভাবে পৌঁছাতে পারি। আমরা গর্বিত এই ইভেন্টের অংশ হতে পেরে।”
আয়োজকদের মতে, সাজগোজ এর মতো ব্র্যান্ডের সক্রিয় অংশগ্রহণ শিল্পের উন্নয়ন ও ভোক্তা সচেতনতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২০১৩ সালে সাজগোজ তাদের প্রথম কনটেন্ট সাইট shajgoj.com চালু করে, যা নারীদের বিউটি ও সৌন্দর্য, স্বাস্থ্য, ফ্যাশন এবং জীবনযাত্রার মান উন্নয়নে সমাধান প্রদানকারী প্ল্যাটফর্ম হিসেবে বাংলায় অনন্য ও গতিশীল কনটেন্ট উপস্থাপন করে থাকে। বাংলাদেশের নাম্বার ওয়ান বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার ই-কমার্স এবং কনটেন্ট প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত সাজগোজ শুধু ৪৫০+ ব্র্যান্ডের ১০,০০০+ পণ্য থেকে পছন্দ করার সুবিধাই দেয় না, বরং প্রয়োজনীয় বিউটি পরামর্শ প্রদান করে। বাংলাদেশের প্রথম বিউটি শপিং অ্যাপ হিসেবে সাজগোজ ২০২১ সালে দ্য ডেইলি স্টার আইসিটি স্টার্টআপ অব দ্য ইয়ার পুরস্কার অর্জন করে এবং সিকোইয়া ক্যাপিটাল ইন্ডিয়ার সার্জ প্রোগ্রামের নেতৃত্বে ২.১৫ মিলিয়ন মার্কিন ডলার (২১ কোটি টাকা) ফান্ডিং সংগ্রহ করে। বর্তমানে ঢাকায় তাদের সাতটি ও চট্টগ্রামে একটি ফিজিক্যাল স্টোর রয়েছে । সাজগোজ বাংলাদেশে বিউটি, স্বাস্থ্য, ব্যক্তিগত পরিচর্যার ক্রমবর্ধমান বাজারে (বার্ষিক বৃদ্ধির হার ১৯.২৩%) শক্তিশালী অবস্থান তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *