বুধবার, নভেম্বর ১৯Dedicate To Right News
Shadow

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Spread the love

তাবিনাজ (তামাক বিরোধী নারী জোট) ও উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা) কর্তৃক খুলনায় সিএসএস আভা সেন্টার-এ তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। বিভিন্ন তামাক বিরোধী সংগঠন ও গবেষকদের অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
শুরুতে স্বাগত বক্তব্য ও তাবিনাজের অন্যতম সংগঠক সাইদা আখতার কুমকুম ও তাবিনাজের অন্যতম সদস্য হোসনে আরা বেগম (নেত্রকোনা) এর স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
স্বাগত বক্তব্য ও কর্মশালার লক্ষ্য উপস্থাপন করেন উবিনীগ ও তাবিনাজের পরিচালক সীমা দাস সীমু। উক্ত কর্মশালায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আতাউর রহমান মাসুদ তামাক সেবনের বিভিন্ন ক্ষতিকর দিক এবং বর্তমান তামাক নিয়ন্ত্রণের অগ্রাধিকার বিষয়সমূহ, বাংলাদেশের প্রেক্ষাপটে WHO FCTC ও MPOWER, FCTC’র আর্টিকেল ৫.৩ অনুযায়ী সরকারের অঙ্গীকার, পলসি এডভোকেসির কৌশল তুলে ধরেন।
কর্মশালায় অংশগ্রহণকারী খুলনা, যশোর, বাগেরহাট, ঝিনাইদহ, পাবনা, কুষ্টিয়া, রাজশাহী ও ঢাকার তাবিনাজ সদস্যরা দলীয় আলোচনার মাধ্যমে ‘তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন দ্রুত পাশে নারীদের ভূমিকা’ নিয়ে মতামত ব্যক্ত করেন।
এই কর্মশালায় তাবিনাজ ও নারী সংগঠনের সদস্যরা তাদের আলোচনা ও মতামতের ভিত্তিতে কিছু দাবি তুলে ধরেন।
● FCTC আর্টিকেল ৫.৩ এর বাস্তবায়ন করে তামাক কোম্পানির সাথে বৈঠক না করা।
● তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী প্রস্তাব দ্রুত পাস করে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।
বর্তমানে বাংলাদেশে প্রতিবছর প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ এবং প্রতিদিন গড়ে ৪৪২ জন মানুষ তামাকপণ্য ব্যবহারের কারণে মারা যায়। বর্তমানে দেশে প্রায় ১৫ লাখ মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত। ৬১ হাজারেরও বেশি শিশু (১৫ বছরের কম বয়সি) পরোক্ষ ধূমপানের কারণে সৃষ্ট রোগে ভুগছে। দেশে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনীর বাস্তবায়ন জনস্বাস্থ্য রক্ষা এবং জীবন বাঁচানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ পদক্ষেপ বাস্তবায়ন এখন সময়ের দাবি।
উক্ত কর্মশালায় নাইস ফাউন্ডেশন (খুলনা), সেবা (খুলনা), সাত রঙ (খুলনা), আঞ্জুমান প্রতিবন্ধী সংস্থা (খুলনা), উদ্ভবনী মহিলা সংস্থা (ফুলতালা, খুলনা), সাথী (খুলনা), হিউম্যান রাইট ডিফেন্ডারস (খুলনা), জননী উন্নয়ন সংস্থা (যশোর), উদায়ন বাংলাদেশ (বাগেরহাট) ওয়েলফেয়ার ইফোর্স (ঝিনাইদহ), সুচিতা শ্যামা উন্নয়ন সংস্থা (পাবনা), নিকুশিমাজ (কুষ্টিয়া), সপুরা দুস্থ সমাজ উন্নয়ন সংস্থা (রাজশাহী) সিওয়াইডাব্লিউএল (খুলনা), এসডিএফ (খুলনা), মহিলা পরিষদ (খুলনা), সিডাব্লিউএফ (খুলনা), এক্টিভিস্ট, ঢাকার তাবিনাজ সদস্য, এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *