বৃহস্পতিবার, নভেম্বর ৬Dedicate To Right News
Shadow

মুক্তি পাচ্ছে সুজন বড়ুয়ার চলচ্চিত্র “বান্ধব “

Spread the love

অবশেষে আগামী ৩ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে সুজন বড়ুযা’র বহুল প্রতিক্ষীত সিনেমা ‘বান্ধব’। এর আগে একাধিকবার সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় প্রযোজনা প্রতিষ্ঠান। অবশেষে দুর্গাপূজা উপলক্ষে আগামী শুক্রবার সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্রের স্বত্বাধিকারী অনুপ বড়ুয়া ও প্রযোজক আবুল বাশার।

তিনি বলেন, ‘বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত করেও পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াই। এখন সিনেমা মুক্তির উপযুক্ত সময় এসেছে। তাছাড়া আমাদের এখন ভালো সিনেমার সংকট। এজন্য সিনেমাটা আর আটকে রাখতে চাই না। সবকিছু বিবেচনা করে ৩ অক্টোবর মুক্তি দিচ্ছি।’

সিনেমাটি নিয়ে আশাবাদী পরিচালক সুজন বড়ুযা। তিনি বলেন, ‘আমি অপেক্ষায় ছিলাম কবে মুক্তি পাবে, অবশেষে মুক্তি পাচ্ছে। বুকের ভিতর অন্য রকম শান্তি অনুভব করছি. আশা করি সিনেমাটি দর্শকরা পছন্দ করবেন। কারন “বান্ধব” সম্পুর্ন গল্পনির্ভর চলচ্চিত্র।

ময়লা আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটি জন্ম পরিচয়হীন শিশুর জীবন গল্প উঠে এসেছে ‘বান্ধব’ সিনেমায়।

মুল চরিত্রে মৌ খান। আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রেবেকা রউফ. জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খান. আসমা শিউলি. আরফান. রাজ সাগর.রুবেল প্রমুখ।

বান্ধবে পাঁচটি গান রয়েছে। যার মধ্যে চারটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ এবং অন্যটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান ও এম এ রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *