সোমবার, সেপ্টেম্বর ১৬Dedicate To Right News
Shadow

‘মাশরাফি জুনিয়র’ এর ‘ট্রিপল সেঞ্চুরি’

Spread the love

টেস্টে বা ওয়ানডেতে নয়, ‘মাশরাফি জুনিয়র’ ট্রিপল সেঞ্চুরি করলো ধারাবাহিক নাটকে। গত বছরের ২৮ নভেম্বর শুরু হয়ে নাটকটি প্রতিদিন প্রচারিত হচ্ছে দীপ্ত টিভিতে রাত ৮:৩০ মিনিটে। ২৪ নভেম্বর নাটকটি পূর্ণ করছে তার ৩০০তম পর্বটি । দেশে বিদেশে, সব বয়স ও শ্রেণীপেশার মানুষের কাছে গত এক বছরে সমানভাবে জনপ্রিয় হওয়া নাটকটি বলে যাচ্ছে ‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’।

নাটকটি শুরু হয়েছিলো প্রত্যন্ত এক গ্রামের দুই ভাইবোন মণি আর মন্ডার ভালবাসার গল্প দিয়ে। ক্রিকেট পাগল মন্ডার খেলা দেখে মণির মাঝেও জন্মে ক্রিকেট আর ক্রিকেটার মাশরাফির জন্য আবেগ, ভালবাসা। তবে গ্রামের চেয়ারম্যানের সাথে দ্বন্দে ন্যায়ের পথে থাকতে যেয়ে হারিয়ে যেতে হয় মন্ডাকে। ভাইকে খুঁজতে শহরে এসে সাদিক খানের বাড়িতে মণি পায় বন্ধু আয়ান আর মমতাময়ী মা রুনার দেখা। মেয়ে হয়েও ছেলের বেশ ধরে মণি ক্রিকেট খেলে সুনাম কুড়ায় ‘মাশরাফি জুনিয়র’ নামে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে ভাইকে খুঁজে পেয়েও আবার হারিয়ে ফেলে মণি। ভাইকে দেয়া কথা রাখতে অ্যাকাডেমিতে খেলার সুযোগ পাওয়া মণি এবার খেলে নাম কুড়াতে চায় দেশ থেকে বিদেশে। মণি কি ভাইকে দেয়া কথা রাখতে পারবে? ক্রিকেট নিয়ে তার যে স্বপ্নের শুরু, সেটা কি পূরণ হবে? এমন অনেক প্রশ্নের উত্তর মিলবে নাটকের সামনের পর্বগুলোতে।

আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’ এর চিত্রনাট্য করেছেন আসফিদুল হক আর সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় এই ধারাবাহিকের অভিনয় দিয়ে এর মাঝেই দর্শকদের মন জয় করেছে সাফানা নমনি, অনিন্দ, হামিম, তৃষিতা। নাটকে আরো অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, নাজনীন হাসান চুমকি, রুনা খান, লুৎফর রহমান জর্জ, আইরিন আফরোজ, মাইমুনা ফেরদৌস মম সহ আরো অনেকে। লাইন প্রডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার। প্রতিদিন টিভিতে প্রচারের পরপরই নাটকটি দেখা যাচ্ছে দীপ্ত টিভির ইউটিউব ও ফেসবুকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *